এম্পোলিকে হারিয়ে সেরি আ’র শিরোপা জয়ের দৌড়ে টিকে রয়েছে নাপোলি। গত রাতে তারা নিজেদের মাঠে ৩-০ গোলে হারিয়েছে রেলিগেশন আতঙ্কে থাকা এম্পোলিকে। তাদের এ জয়ের ফলে শীর্ষে থাকা ইন্টার মিলানের ওপর চাপটা আবার বেড়েছে।
গত শনিবার ক্যালিয়ারির বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছিল ইন্টার মিলান। এ জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির ওপর চাপ বেড়েছিল। এম্পোলিকে হারানোর মাঝ দিয়ে সেই চাপ কিছুটা ঝেড়ে ফেলেছে নাপোলি। ৩২ ম্যাচ শেষে তাদের এখন পয়েন্ট ৬৮। শীর্ষে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৭১।
নাপোলির এ জয়ের ফলে সেরি আ’র শিরোপা লড়াই জমজমাট হয়ে উঠেছে। আর মাত্র ছয় রাউন্ড খেলা বাকি। পয়েন্ট নষ্ট করার কোনো সুযোগ নেই। নাপোলি পয়েন্ট নষ্ট করলেই শিরোপা দৌড় থেকে ছিটকে যাবে। আর ইন্টার মিলান পয়েন্ট হারালেও তাদের জন্য সামনের পথটা অস্বস্তিকর হয়ে দাঁড়াতে পারে।
নিজেদের মাঠের খেলায় নাপোলি এদিন ছিল অপ্রতিরোধ্য। একের পর এক আক্রমণে তার এম্পোলিকে নাস্তানাবুদ করে ছেড়েছিল। ফলে গোলের সূচনা করতে তাদের দেরি হয়নি। স্কট ম্যাকটোমিনে ১৮ মিনিটে প্রথম গোল করেন। তবে দ্বিতীয় গোল পেতে নাপোলিকে যথেষ্ঠ সময় অপেক্ষা করতে হয়। শেষ দুই গোল তারা পায় দ্বিতীয়ার্ধে।
৫৬ মিনিটে রোমেলু লুকাকু গোল করেন। ৬১ মিনিটে আবার স্কোর শিটে নাম লেখান ম্যাকটোমিনে।