লিগ ওয়ান শেষ হতে অনেক পথ বাকি। তবে এরই মধ্যে শিরোপার স্বাদ পেতে শুরু করেছে প্যারিস সেন্ত জার্মেই। শনিবার রাতে অ্যাওয়ে ম্যাচে সেন্ত ইতিয়েনেকে ৬-১ গোলে হারিয়ে শিরোপা জয় প্রায় নিশ্চিত করেছে পিএসজি।
২৭ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৭১। মোনাকো তাদেরকে অনেক দূর থেকে অনুসরণ করে চলেছে। সমান ম্যাচে তাদের পয়েন্ট ৫০।
বড় ব্যবধানে জয় পেলেও পিএসজির শুরুটা মোটেও সাবলীল ছিল না। বরং ম্যাচের শুরুতেই তাদের জালে বল পাঠিয়ে সমর্থকদের হতবাক করে দিয়েছিল সেন্ত ইতিয়েনের লুকাস স্টাসিন। ম্যাচের নবম মিনিটে গোল করেছিলেন তিনি।
এক গোলে পিছিয়ে পড়ার পর পিএসজি গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে। তবে তাদের জন্য কাজটা কঠিন করে তুলেছিল সেন্ত ইতিয়েনে। শেষ পর্যন্ত ৪৩ মিনিটে পেনাল্টি গোলের সুবাদে সমতাসূচক গোলের দেখা পায় পিএসজি। গনকালো গার্সিয়া করেন গোলটি। দ্বিতীয়ার্ধে অবশ্য খেলার চিত্র পাল্টে যায়। একের পর এক গোল পায় পিএসজি। বিশেষ করে পরবর্তী ১২ মিনিটে চার গোল পায় শিরোপার প্রত্যাশায় থাকা দলটি। খেলার শেষ মিনিটে আরো এক গোলের দেখা পায় তারা।