ইতালির ঘরোয়া ফুটবলে দারুণ স্বস্তিতে নাপোলি। লিগ লড়াইয়ে শিরোপা জয়ের অন্যতম দাবিদার তারা। পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিয়ে চলেছে। শুধু তাই নয়, প্রতিদ্বন্দ্বী দলগুলো থেকে নিরাপদ দূরত্বে এগিয়ে আছে ম্যারাডোনার সাবেক এই ক্লাবটি। শিরোপা জয়ের জন্য দলটির কোচ অ্যান্তোনিও কন্তে নিয়মিত প্রার্থনা করে চলেছেন। তবে কন্তের মতে শিরোপা জয়ে প্রার্থনার সাথে পরিশ্রমটাও জরুরি।
শুক্রবার এক সাক্ষাতকারে কন্তে বলেন, আমি সবসময় দলের জন্য প্রার্থনা করি। এমন কি আমার পরিবারের সদস্যরাও দলের জন্য প্রার্থনা করে। তবে সব থেকে বেশি প্রয়োজন হলো পরিশ্রম। আমাদের ক্লাবের রাধুনী থেকে কিটম্যান পর্যন্ত সবাইকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। আমাদের কোনো ভুল করা চলবে না। আমরা এমন একটা অবস্থানে আছি, যেখান থেকে কোন ভুল করা যাবে না। আবার এটাও মনে রাখতে হবে, ফুটবলে অনেক নাটকীয় ঘটনা ঘটে থাকে। আর সেই সব নাটকীয় ঘটনার জন্য প্রার্থনা করতে হবে।
ঘরোয়া লিগে নাপোলির শুরুটা ভালো ছিল না। প্রথম ম্যাচেই তারা হেরেছিলো। সেখান থেকে দলটি ঘুরে দাঁড়ায়। টানা ৯ ম্যাচে অপরাজিত থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে।