ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ জয়ের ১৭ দিনের মাথায় কোচ আনজে পোস্টেকোগলুকে বরখাস্ত করেছে টটেনহ্যাম হটস্পার। গত ২১ মে স্পেনের বিলবাওতে ম্যান ইউকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে স্পার্সরা। সব মিলিয়ে ১৭ বছরের অপেক্ষা ঘুচেছে দলটার।
কোচকে বরখাস্ত করে এক বিবৃতি দিয়েছে টটেনহ্যাম কর্তৃপক্ষ। যেখানে তারা বলেছে, ‘এটা আমাদের নেওয়া সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি।’
একইসঙ্গে নতুন কোচ হিসেবে ব্রেন্টফোর্ডের থমাস ফ্রাঙ্ককে নিয়োগ দিতে চায় টটেনহ্যাম। যাঁকে নিয়ে আসতে ১০ মিলিয়ন পাউন্ডের রিলিজ ক্লজ গুনতে হবে তাদের। অবশ্য থমাস ফ্রাঙ্ক ছাড়াও সম্ভাব্য তালিকায় আছেন ফুলহ্যামের মার্কো সিলভাও।
ইংলিশ প্রিমিয়ার লিগে অবনমনের হাত থেকে বেঁচে যাওয়া টটেনহ্যামের সমর্থকরা ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ জয়ের পর নতুন করে উচ্ছ্বাসে মেতেছিলো। ১৭ বছর পর কোনো ট্রফি জিতে পুরো ক্লাব ও সমর্থকদের মধ্যে তৈরি হয়েছিল আনন্দের জোয়ার। অনেকেই তখন ভেবেছিলেন যে পোস্টেকোগলুকে নিয়েই হয়তো নতুন করে দল সাজানোর চিন্তা করবে ক্লাব কর্তৃপক্ষ।
কিন্তু মৌসুম শেষ হওয়ার পর অর্থাৎ ২৫ মে ব্রাইটনের বিপক্ষে লিগের শেষ ম্যাচ খেলার পর চেয়ারম্যান ড্যানিয়েল লেভি ও বোর্ড সদস্যরা পোস্টেকোগলুকে বিদায় করার জন্য সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেন। তাদের মতে, দুই বছর ধরে গড়পড়তা পারফরম্যান্সের কারণে এই কোচের অধীনে আর দল চালানো সম্ভব নয়।
সেল্টিক থেকে এসে দায়িত্ব নেওয়ার পর প্রিমিয়ার লিগে প্রথম ১০ ম্যাচে ৮ জয় ও ২ ড্র নিয়ে দারুণ শুরু করেছিলেন পোস্টেকোগলু। আগের মৌসুমে টটেনহ্যাম ছিল অষ্টম স্থানে। কিন্তু সদ্য সমাপ্ত লিগ তারা শেষ করেছে ১৭তম স্থানে থেকে। যেখানে ৩৮ লিগ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৩৮ পয়েন্ট।
স্পার্স কর্তারা ব্রেন্টফোর্ডের থমাস ফ্রাঙ্কের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেছেন। থমাসই তাদের প্রথম পছন্দ। কেননা ২০১৮ সালে ব্রেন্টফোর্ডের দায়িত্ব নিয়ে ডেনিশ কোচ দলটিকে ইংলিশ ফুটবলের দ্বিতীয়স্তর, ‘চ্যাম্পিয়নশিপ’ থেকে ২০২০-২১ মৌসুমে ইংলিশ ফুটবলের সর্বোচ্চস্তর ‘প্রিমিয়ার লিগে’ তুলে আনেন। ৫৬ পয়েন্ট নিয়ে ব্রেন্টফোর্ড এবার এবার লিগ শেষ করেছে টেবিলের ১০ নম্বরে থেকে।
ফুলহ্যামের কোচ মার্কো সিলভার কাজেও টটেনহ্যাম সন্তুষ্ট হলেও থমাস ফ্রাঙ্কই আপাতত তাদের প্রধান লক্ষ্য
ব্রেন্টফোর্ডের প্রতিটি খেলোয়াড় ও স্টাফের মতো কোচ থমাস ফ্রাঙ্কেরও নির্ধারিত মূল্য আছে ফলে, ফ্রাঙ্ককে পেতে হলে টটেনহ্যামকে ১০ মিলিয়ন পাউন্ড খরচ করতে হবে।
অবশ্য এই দুইজন ছাড়াও বোর্নমাউথের আন্দোনি ইরাওলা ও ক্রিস্টাল প্যালেসের অলিভার গ্লাসনারকেও বিবেচনায় রেখেছিলো স্পারস। তবে এই দু’জন নিয়ে তাদের আর তেমন আগ্রহ নেই বলেই মনে হচ্ছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















