ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ হতে এখনো লম্বা পথ বাকি। তবে লিভারপুলের জন্য ব্যতিক্রম। আর একটা মাত্র জয়। একটা জয় পেলেই এ মৌসুমে তাদের শিরোপা জয় নিশ্চিত হবে। রোববার রাতে অ্যাওয়ে ম্যাচে লেস্টারশায়ারকে হারিয়ে শিরোপাকে হাত ছোঁয়া দূরত্বে নিয়ে এসেছে লিভারপুল। ৭৬ মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ডের গোলে জয় পেয়েছে তারা।
এ জয়ের ফলে ৩৩ ম্যাচ শেষে লিভারপুলের সংগ্রহ ৭৯ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল থেকে ১৩ পয়েন্ট এগিয়ে তারা। ৩৩ ম্যাচ থেকে আর্সেনালের সংগ্রহ ৬৬ পয়েন্ট।
পুরো মৌসুম জুড়ে এবার লিভারপুল আধিপত্য করেছে। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল যেখানে ১৮ জয় পেয়েছে সেখানে লিভারপুলের জয়ের সংখ্যা ২৪।
এদিন অনুষ্ঠিত অন্য ম্যাচে চেলসি ২-১ গোলে ফুলহামকে হারিয়েছে। আর্সেনাল উড়িয়ে দিয়েছে ইপসউইচ সিটিকে। ৪-০ গোলে জয় তাদের। এ ম্যাচে আর্সেনাল হেরে গেলে লিভারপুল এ ম্যাচ শেষে শিরোপা উৎসব করতে পারতো। কিন্তু আর্সেনালের জয় তাদের উৎসবকে পিছিয়ে দিয়েছে।
এদিকে ম্যানইউয়ের দুর্ভোগের শেষ হচ্ছে। আবার হেরেছে সাবেক চ্যাম্পিয়ন দলটি। এবার তারা নিজেদের মাঠে ওলভার হামটনের কাছে ১-০ গোলে হেরেছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















