শিরোপা নিশ্চিত হওয়ার পরের ম্যাচেই রহমতগঞ্জের কাছে হারলো মোহামেডান

বাংলাদেশ প্রিমিয়ার লিগে শিরোপা আগেই নিশ্চিত করেছিল ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে লিগের বাকি ম্যাচগুলো ছিল গৌরব রক্ষার। আর সেই সুযোগেই চ্যাম্পিয়ন দলকে চমকে দিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রহমতগঞ্জ ৪-৩ গোলে হারিয়েছে মোহামেডানকে। গতকাল আবহাওয়ার কারণে খেলা বন্ধ হয়ে গিয়েছিল ১৮ মিনিটে, তখন স্কোরলাইন ছিল মোহামেডান ২, রহমতগঞ্জ ১। আজ দুপুর ১টা ১৯ মিনিটে পুনরায় খেলা শুরু হলে বাকি সময়ের ৭২ মিনিটে নাটকীয়ভাবে ম্যাচের গতিপথ ঘুরিয়ে দেয় রহমতগঞ্জ।

রহমতগঞ্জের ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটাং ছিলেন ম্যাচের মূল নায়ক। তিনি হ্যাটট্রিক করে দলকে দারুণ জয় এনে দেন। চলতি লিগে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক, এর আগে এক ম্যাচে পাঁচ গোল করে নজর কাড়েন তিনি।

মোহামেডানের হয়ে অধিনায়ক সুলেমান দিয়াবাতে করেন জোড়া গোল এবং এমানুয়েল সানডে করেন একটি। তবে তাতেও হার এড়াতে পারেনি সাদা-কালোরা। চলতি লিগে এটি মোহামেডানের দ্বিতীয় হার, আগেরটি ছিল প্রথম লেগে ফকিরেরপুলের বিপক্ষে।

১৬ ম্যাচে মোহামেডানের সংগ্রহ ৩৮ পয়েন্ট। অন্যদিকে, রহমতগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন দুই দলই ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। ২৮ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস দ্বিতীয় স্থানে, সমান পয়েন্ট আবাহনীরও। আজ তারা পয়েন্ট পেলেই এককভাবে দ্বিতীয় স্থানে উঠে যাবে।

Exit mobile version