ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বিকেল পৌনে তিনটায় শুরু হবে।
বসুন্ধরা কিংস শীর্ষ ফুটবলে নাম লেখানোর প্রথম আসরেই ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল কিংস ও আবাহনী। ২০১৮ সালে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে দুই দলের ফাইনালে আবাহনী জিতেছিল ২-১ গোলে। সেটি ছিল আবাহনীর হ্যাটট্রিক শিরোপা। অর্ধযুগ হয়ে গেলেও এই দুই দল আর ফাইনালে মুখোমুখি হয়নি।
কাগজে কলমে কিংস শক্তিশালী দল। তবে এ মৌসুমে মাঠের পারফরম্যান্সে এগিয়ে আবাহনী। এই ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ারে ১০ জনের দল নিয়ে কিংসকে হারিয়ে ফাইনালে উঠেছে আবাহনী। কিংস ফাইনালে উঠেছে দ্বিতীয় কোয়ালিফায়ারে রহমতগঞ্জকে হারিয়ে।
কেবল ফেডারেশন কাপে নয়, লিগের প্রথম পর্বে আবাহনীর কাছে হেরেছে কিংস। কিংসের বিপক্ষে হারের বৃত্ত থেকে বের হয়ে জয়ের অভ্যাস তৈরি করতে পেরেছে আবাহনী। যার ফলে আজকের ম্যাচটি বেশ প্রতিদ্বদ্বিতাপূর্ণ হবে বলে বিশ্বাস অনেকের।
এবারের মৌসুমে বিদেশি খেলোয়াড় ছাড়াই খেলতে হয়েছে আবাহনীকে। পরে দুই বিদেশি দলে ভিড়িয়েছে তারা। তাতে দলের শক্তিও বেড়েছে।
কিংস তিনবার ফেডারেশন কাপ জয় করেছে। সর্বশেষ আসরে তারা হারিয়েছিল মোহামেডানকে। এবার আবাহনীকে হারিয়ে শিরোপা জয়ের চ্যালেঞ্জ তাদের।
