নারী কোপা আমেরিকায় একের পর এক জয় আর অনন্য ধারাবাহিকতায় ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। তবে শেষ ধাপে এসে তাদের অপেক্ষা করছে সবচেয়ে বড় পরীক্ষা। আত্মবিশ্বাসে টইটম্বুর কলম্বিয়ার মুখোমুখি হতে যাচ্ছে তারা। আজ শনিবার (২ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত তিনটায় অনুষ্ঠেয় মহারণে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল। দু‘পক্ষের লক্ষ্য একটাই—শিরোপা ঘরে তোলা।
ব্রাজিল এবার আর শুধু তারকা নির্ভর দল নয়। কোচ আর্থার এলিয়াসের নেতৃত্বে তারা এক গঠনতান্ত্রিক ভারসাম্য ও ট্যাকটিক্যাল দৃঢ়তার মাধ্যমে নিজেদের দল হিসেবে গড়ে তুলেছে। রক্ষণভাগে শৃঙ্খলা, সমন্বিত প্রেসিং এবং সেট পিস থেকে গোল করার ক্ষমতা তাদের দলটিকে করেছে আলাদা।
ব্রাজিলের এই দাপুটে অভিযানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বেশ কিছু নতুন মুখ। ফরোয়ার্ড অ্যামান্ডা গুতিয়েরেস এখন পর্যন্ত পাঁচ গোল করে দলটির সর্বোচ্চ স্কোরার। সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে তাঁর জোড়া গোলেই ম্যাচের মোড় ঘুরে যায়। ম্যাচ শেষে পালমেইরাসের এই স্ট্রাইকার বলেন, ‘পরিশ্রমের ফল অবশ্যই আসে। কোনো কিছু জোর করে হয় না—সবকিছুই ঘটে নিজের সঠিক সময়ে।’
অন্যদিকে অভিজ্ঞ মার্তা দলের ভারসাম্য ধরে রাখার ক্ষেত্রে এখনো অপ্রতিরোধ্য। আন্তর্জাতিক অবসর ভেঙে ফিরে আসা এই তারকা সেমিফাইনালে একটি পেনাল্টি থেকে গোল করার পাশাপাশি একটি গোলের অ্যাসিস্ট করেও ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন।
মার্তা বলেন, ‘আমরা জানতাম কখন বল কেমনভাবে চালাতে হবে। মাঝমাঠে সুযোগ পেলে সেটাকে কাজে লাগাতে পেরেছি।’ যদিও দ্বিতীয়ার্ধে কিছুটা চাপে পড়েছিল দলটি, তবে গোলকিপার ক্লদিয়া এবং রক্ষণভাগ দারুণভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন বলে জানান তিনি।
এখন পর্যন্ত পাঁচ ম্যাচে মাত্র দুই গোল হজম করেছে ব্রাজিল। তবে মাঝেমধ্যে মনোযোগ হারালে কিংবা গতি কমলে সেই দুর্বলতাকে কাজে লাগাতে পারে কলম্বিয়ার দুই তারকা ফরোয়ার্ড লিন্ডা কাইসেদো ও মায়রা রামিরেজ।
গ্রুপ পর্বে দুই দলের দেখা হয়েছিল, যেখানে ম্যাচটি গোলশূন্য ড্র হয়। সেই ম্যাচে ব্রাজিলের গোলকিপার লোরেনা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে শেষ ৭০ মিনিট মাঠে প্রাধান্য দেখায় কলম্বিয়া।
ব্রাজিল সব সময় হয়তো চোখধাঁধানো খেলা উপহার দেয় না, তবে তাদের শৃঙ্খলা, অভিজ্ঞতা আর আত্মবিশ্বাস একত্রে গড়ে তুলেছে এক কার্যকর পরিকল্পনা। আর সেটিই হতে পারে টানা শিরোপা ধরে রাখার ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় শক্তি।
এই ফাইনাল শুধু আরেকটি ম্যাচ নয়—এটি ব্রাজিলের জন্য বাস্তব পরীক্ষার দিন। কলম্বিয়ার বিপক্ষে পেতে হলে সাফল্য, দিতে হবে নিখুঁত ও সর্বোচ্চ পারফরম্যান্স।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















