লা লিগার শিরোপা কার ঘরে উঠবে তা জানতে আরো কিছু দিন অপেক্ষায় থাকতে হবে। তবে শিরোপা জয়ের দৌড়ে হাল ছাড়ছে না রিয়াল মাদ্রিদ। আগের দিন জয়ের মাঝ দিয়ে বার্সেলোনা ৭ পয়েন্ট এগিয়ে গিয়েছিল। গত রাতে সেল্টা ভিগোকে ৩-২ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ সেই ব্যবধান আবার চার পয়েন্টে নিয়ে এসেছে। স্বস্তির এ জয়ে কিলিয়ান এমবাপ্পে করেছেন জোড়া গোল। অন্য গোলটি করেন আরদা গুলার। সেল্টা ভিগোর হয়ে ব্যবধান কমান জাভি রদ্রিগুয়েজ ও উইলট।
এ জয়ের ফলে ৩৪ ম্যাচ থেকে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৫। সমান ম্যাচ থেকে ৭৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনা শীর্ষে। আর মাত্র চারটি করে ম্যাচ বাকি তাদের। শিরোপা জিততে এই চার ম্যাচের সবকটিতেই জিততে হবে রিয়াল মাদ্রিদকে। পাশাপাশি বার্সেলোনাকে পয়েন্ট হারাতে হবে। অন্যদিকে বার্সেলোনার শিরোপা জয়ের পথটা বেশ মসৃণ। শুধু নিজেদের কাজটা ঠিকভাবে করে যেতে হবে।
নিজেদের মাঠের এ খেলায় মাঠে রিয়াল মাদ্রিদের স্পষ্ট আধিপত্য ছিল। তারই ধারাবাহিকতায় একের পর এক গোল করেছে তারা। তবে শুরুটা মোটেও স্বস্তির ছিল না। সেল্টা ভিগো কঠিন প্রতিরোধ গরে আধাঘন্টারও বেশি সময় রিয়াল মাদ্রিদকে ঠেকিয়ে রেখেছিল সেল্টা ভিগো। এক পর্যায়ে তাদের সব প্রতিরোধ ভেঙ্গে ফেলে রিয়াল মাদ্রিদ। তারপর একে একে তিন বার সেল্টা ভিগোর জালে বল পাঠায়।
৩৩ মিনিটে গুলার গোলের সূচনা করেন। এ গোলের ধাক্কা সামলে উঠতে না উঠতেই আবার সেল্টা ভিগোকে গোল হজম করতে হয়। এবারের গোলদাতা এমবাপ্পে। ৩৯ মিনিটে এ গোল করার পর দ্বিতয়ার্ধের শুরুতে তিনি আবার স্কোরশিটে নাম লেথান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















