ফ্রান্স জুড়ে এখন আনন্দ আর আনন্দ। এই আন্দদের মাঝে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন কোচ লুই এনরিকের হৃদয় ক্ষরণ হচ্ছে। সন্তান হারানোর বেদনা তাকে মুষড়ে দিচ্ছে। আজ থেকে ছয় বছর আগে তার মেয়ে ঝানা ৯ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। শিরোপা জয়ের পিএসজির সমর্থকরা ঝানার প্রতি সম্মান জানিয়েছে। সে জন্য এনরিকে পিএসজি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।
ম্যাচের সময় কোচ এনরিকে তার মেয়ের নাম লেখা জার্সি গায়ে দিয়েছিলেন। আর পিএসজির সমর্থকরা ঝানা ও বাবার ছবি আকাঁ বিশাল এক ব্যানার নিয়ে এসেছিল। ম্যাচ শেষে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এনরিকে বলেছেন, এটা এক আবেগময় সময়। সমর্থকরা আমাকে এবং আমার পরিবারকে মনে রেখেছে। তাদেরকে ধন্যবাদ। আমার মেয়েকে মনে করার জন্য আমাকে চ্যাম্পিয়ন্স লিগ জয় করার দরকার নেই। আমার মেয়ের কথা আমি প্রতিদিনই ভাবি। সে আমার পরিবারের সঙ্গেই আছে। ম্যাচ হারলেও আমি তার কথা ভাবি।
সমর্থকদের আনা ব্যানার প্রসঙ্গে এনরিকে বলেন, আমি সমর্থকদের ব্যানার দেখে অভিভূত হয়েছি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















