অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে ১-১ গোলে ড্র
আগের দিন বার্সেলোনার কাছে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। রবিবার জিরোনাকে হারিয়ে সেই শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ ছিল রিয়ালের সামনে। কিন্তু সেই সুযোগ আর কাজে লাগাতে পারেনি তারা। অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে জিরোনা – রিয়াল মাদ্রিদ ড্র হওয়ায় দ্বিতীয় স্থানেই আটকে থাকতে হয়েছে শিরোপা প্রত্যাশী দলটিকে। ১৪ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৩৪, সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৩।

ম্যাচে রিয়াল মাদ্রিদ শূন্য হাতে ফিরলে অবাক হওয়ার কিছু ছিল না। প্রথমার্ধে পিছিয়ে পড়া দলটি ৬৭ মিনিটে পেনাল্টির সুবাদে পাওয়া গোলে সমতা ফেরায়। এর আগে ৪৫ মিনিটে আজেদিনের গোলে এগিয়ে গিয়েছিল জিরোনা। ২০২৩ সালের এপ্রিলের পর রিয়াল মাদ্রিদের জালে এটা ছিল জিরোনার প্রথম গোল। শেষ পর্যন্ত ফলাফল দাঁড়ায় জিরোনা – রিয়াল মাদ্রিদ ড্র , যা রিয়ালের জন্য ছিল বেশ হতাশার।
আসলে সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। সব ধরণের প্রতিযোগিতা মিলে সর্বশেষ পাঁচ ম্যাচে একবারই তারা জয়ের দেখা পেয়েছে। রিয়াল মাদ্রিদের জন্য এ ম্যাচটা সত্যিকারভাবেই খুবই দুর্ভাগ্যের। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা জিরোনার কাছে এভাবে পয়েন্ট হারাতে হবে, শীর্ষস্থান হারাতে হবে তা হয়তো তার কল্পনাতে আনতে পারেনি। ১৪ ম্যাচে জিরোনার এটা ছিল ষষ্ঠ ড্র। ছয় ড্রয়ের পাশাপাশি মাত্র দুই ম্যাচে জয় তাদের। পয়েন্ট ১২।

জিরোনা ছিল রিয়াল মাদ্রিদের জন্য এক গোল উৎসবের নামা। পুরো মৌসুমে এ পর্যন্ত মাত্র দুই জয় পাওয়া জিরোনা রিয়াল মাদ্রিদের বিপক্ষে সর্বশেষ চার ম্যাচে হেরেছে। এ সব ম্যাচে উৎসব করে রিয়াল মাদ্রিদ এক ডজন গোল করেছে প্রতিপক্ষের জালে। তেমন উৎসব এবার তাদের প্রত্যাশা ছিল। কিন্তু ৬৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোল নিয়ে সন্তুষ্ট থাকতে হয়ে। ক্লাব ও দেশের হয়ে ২৩ ম্যাচে এমবাপ্পের এটা ছিল ২৮তম গোল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















