ইউরো অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে জার্মানি। সোমবার রাতে তারা অ্যাওয়ে ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডকে একমাত্র গোলে হারিয়েছে। প্রথমার্ধে নিক ভোল্টেমাডে একমাত্র গোলটি করেন।
এ জয়ের ফলে চার ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে সাবেক চ্যাম্পিয়ন জার্মানি। তবে মোটেও স্বস্তিতে নেই তারা। স্লোভাকিয়া তাদের স্বস্তিতে থাকতে দিচ্ছে না। এ দলটি জার্মানির ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলে চলেছে। তাদেরও ৪ ম্যাচ থেকে পয়েন্ট ৯। একই দিনে অনুষ্ঠিত ম্যাচে স্লোভাকিয়া ২-০ গোলে লুক্সেমবার্গকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের লড়াইয়ে জার্মানির সঙ্গে টেক্কা দিচ্ছে।
জার্মানির বিপক্ষে এ ম্যাচে বেশ কঠিন পরিস্থতির মুখে পড়েছিল নর্দার্ন আয়ারল্যান্ড। তবে জার্মানির সঙ্গে সমান তালে লড়ছিল তারা। জালে বল তারা আগেই ফেলেছিল। ১৪ মিনিটে তাদের করা গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
ধীরে ধীরে জার্মানি তাদের আধিপত্য বাড়াতে থাকে। ম্যাচের বয়স যখন ৩১ মিনিট তখন তারা গোল পেয়ে যায়। আয়ারল্যান্ডের বিপক্ষে এটি ছিল তাদের ৫০তম গোল। ভোল্টেমাডে করেন গোলটি। এ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।
