শীর্ষ দলগুলোর পয়েন্ট হারানোয় সুবিধা নিল ম্যানসিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতটা বড় দলগুলোর জন্য এক অস্বস্তির রাত। তবে ব্যতিক্রম ছিল ম্যানচেস্টার সিটি। তাদের জন্য ডাবল স্বস্তি। নিজেদের ম্যাচে দারুণ এক জয় পেয়েছে তারা। আর অন্য বড় দলগুলো পয়েন্ট হারিয়েছে। ফলে পয়েন্ট টেবিলে ম্যানসিটির দারুণ উন্নতি হয়েছে। ১৫ ম্যাচ থেকে ৩১ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালের জন্য হুমকি তৈরি করেছে, শীর্ষ দলগুলোর ব্যর্থতায় ম্যানসিটির দাপুটে জয়।

শনিবার রাতে নিজেদের মাঠের খেলায় ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। রুবেন ডিয়াস, জসকো ও ফিল ফোডেন গোল করেছেন।
আর্সেনাল অ্যাওয়েতে অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হেরে গেছে। আগে গোল হজমের পরও একটা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার দারুণ সুযোগ ছিল তাদের। কিন্তু তারা সে সুযোগ হারায়। ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে দ্বিতীয় গোল হজম করে তারা।
এদিকে চেলসি গোলশুন্য ড্র করেছে এএফসি বোর্নমাউথের সঙ্গে। পয়েন্ট ভাগাভাগি করেছে লিভারপুলও। তবে গোলশূন্য ম্যাচ নয়, ৬ গোলের ম্যাচে ড্র করেছে তারা লিডস ইউনাইটেডের সঙ্গে। দূভার্গ্য বলা যায় লিভারপুলের। নিশ্চিত জয়ের ম্যাচে পয়েন্ট হারিয়েছে তারা। প্রথমার্ধে গোল শূন্য ছিল ম্যাচটি। মাত্র দুই মিনিটের ব্যবধানে হুগো ইকিটিকে জোড়া গোল করে লিভারপুলকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু স্বাগতিক দলও দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে খেলায় সমতায় ফেরায়।
৭৩ মিনিটে ডোমিনিক কালভার্ট পেনাল্টি থেকে গোল করার পর ৭৫ মিনিটে অ্যান্টন স্টাখ গোল করেন। ৮০ মিনিটে ডোমিনিকে গোল করে লিভারপুলকে প্রায় জয়টা এনে দিয়েছিলেন। কিন্তু ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে টানাকা গোল করে লিভারপুলকে হতাশায় ডুবিয়ে দেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















