শুক্রবার শুরু ৩৯তম জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স

বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় ৩৯তম জাতীয় জুনিয়র (বয়স ভিত্তিক) এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৫” আগামী ৩০ ও ৩১ মে, ২০২৫ তারিখ রোজ শুক্রবার ও শনিবার, জাতীয় স্টেডিয়াম, ঢাকায় অনুষ্ঠিত হবে।

আগামী ৩০ মে, ২০২৫খ্রিঃ তারিখ শুক্রবার বিকাল ০৩:০০ টায় সময় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী ঘোষনা করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোঃ মাহবুব-উল-আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সম্মানিত সভাপতি মেজর জেনারেল (অবঃ) ড. মোঃ নাঈম আশফাক চৌধুরী।

দুইদিনব্যাপি এই প্রতিযোগিতা ৪টি গ্রুপে ৪২টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বালক বালিকা (অনুর্ধ-১৬) ১৪টি ইভেন্টে এবং কিশোর কিশোরী (অনুর্ধ-১৮) ২৮টি ইভেন্ট।

ফুটবলের আন্তর্জাতিক গেমস থাকায় মাঠের সুরক্ষার্থে প্রতিযোগিতার অনুর্ধ -১৬ গ্রুপের (বালক বালিকা) ২টি ইভেন্ট শটপুট অনুর্ধ-১৮ গ্রুপের (কিশোর কিশোরী) ০৬টি ইভেন্ট শটপুট, ডিসকাস থ্রো ও জ্যাভলিন মোট ০৮টি থ্রো ইভেন্ট পল্টনস্থ আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার প্রতিটি ইভেন্টে প্রথম স্থান অর্জনকারীকে ৩,০০০/- তিন হাজার টাকা, ২য় স্থান অর্জনকারীকে ২,০০০/- দুই হাজার টাকা, ৩য় স্থান অর্জনকারীকে ১,০০০/- এক হাজার টাকা প্রদান করা হবে এবং প্রতিটি রেকর্ডধারী অ্যাথলেটদের জন্য ১০,০০০/- দশ হাজার টাকা করে প্রদান করা হবে।

Exit mobile version