শেষটা রাঙিয়ে পিএসজি ছাড়ছেন এমবাপ্পে

ঘরের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে না পারার আক্ষেপ নিয়ে অন্য ক্লাবে যাওয়ার আগে শেষটা ট্রফি দিয়ে রাঙালেন কিলিয়ান এমবাপ্পে। মঙ্গলবার রাতে ফ্রেঞ্চ কাপের ফাইনালে লিওকে ২-১ গোলে হারায় পিএসজি।

ওসমান ডেম্বেলে ও ফাবিয়ান রুইজের গোলে ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় পিএসজি। জেক ও’ব্রায়ান লিওয়ের পক্ষে দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় লিগের শেষ কয়েকটা ম্যাচও না খেলার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছিলেন। তবুুও ফ্রেঞ্চ কাপের ফাইনালে তাকে পাওয়ার প্রত্যাশার কথা জানিয়েছিলেন কোচ লুইস এনরিকে। কোচের সে চাওয়ার প্রতি সম্মাণ জানিয়ে খেলেন বিশ্ব ফুটবলের অন্যতম এই সুপারস্টার।

এমবাপ্পে এতোটাই প্রভাববিস্তারকারী খেলোয়াড় যে কোচ লুইস এনরিকে পর্যন্ত বলেছেন, কিলিয়ান এমবাপ্পের সাথে তার কাজ করাটা সৌভাগ্যের ছিলো।

পিএসজি ছাড়ার বিষয়টি চূড়ান্ত করলেও নতুন মৌসুমে কাদের জার্সিতে ক্লাব ফুটবল মাতাবেন এই নাম্বার টেন সেই বিষয়টি এখনও প্রকাশ্যে আসেনি। তবে জোর সম্ভাবনা রয়েছে রিয়াল মাদ্রিদে যাওয়ার।

বিদায় বেলায় পিএসজি’র হয়ে নামের পাশে ২৫৬ গোল এমবাপ্পের। সুযোগ ছিলে সেটি বাড়ানোর। কিন্তু মঙ্গলবারের ফাইনালে আর স্কোরশিটে নাম তুলতে পারেন নি।

Exit mobile version