লা লিগায় শেষ মুহুর্তের গোলে শিরোপা দৌড়ে টিকে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে সেরি আ’তে ঘটেছে ভিন্ন ঘটনা। শেষ মহুুর্তের গোল হজমে ইন্টার মিলানের শিরোপার পথটা কিছুটা কঠিন হয়ে পড়েছে। রোববার রাতে অ্যাওয়েতে বোলোনিয়ার কাছে ১-০ গোলে হেরেছে ইন্টার মিলান। ৯৪ মিনিটে ইনজুরি সময়ে গোলটি হজম করে ইন্টার মিলান।
এই হার সত্ত্বেও ইন্টার মিলান ৩৩ ম্যাচ শেষে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। তবে নাপোলি তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। দুই দলের মাঝে পয়েন্টের কোনো পার্থক্য নেই। তবে গোল পার্থক্যে ইন্টার মিলান শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। অন্য দলগুলো অনেকটা পিছিয়ে থাকায় সেরি আ’র শিরোপা লড়াই এখন এই দুই দলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে।
ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হওয়ার সব আয়োজন শেষ হয়েছিল। অপেক্ষা রেফারির শেষ বাঁশির। এমন সময়ে বোলোনিয়ার রিকার্ডো ওরসোলিনি থমকে দেন ইন্টার মিলান।
ইন্টার মিলানের সামনে এখন কঠিন সময়। বিশেষ করে সামনের দশটা দিন তাদের দম ফেলার ফুসরত নাই। ইতালিয়ান কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে তারা এসি মিলানের বিপক্ষে মাঠে নামবে বুধবার। এরপর সেরি আতে রোমার বিপক্ষে ম্যাচ তাদের। তারপর ৩০ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামতে হবে। সব মিলিয়ে সামনে যেমন কঠিন সময় তেমনি ফসল ঘরে তোলার অপেক্ষা।
