লা লিগায় নাটকীয় জয়ের দেখা পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। রোববার রাতে তারা অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলে হারিয়েছে সেভিয়াকে। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়া আতলেতিকো ম্যাচের শেষ মুহুর্তে জয়সূচক গোলের দেখা পায়।
আতলেতিকো মাদ্রিদের হয়ে হুলিয়ান আলভারেজ ও পাবলো বারিয়স গোল করেন। সেভিয়ার হয়ে গোল করেন লুসিয়েন আগোউমে।
এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের অনেকটা কাছে চলে এসেছে আতলেতিকো মাদ্রিদ। ৩০ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬০। রিয়ালের সংগ্রহ সমান ম্যাচে ৬৩। ৬৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনার রয়েছে সবার ওপরে।
সময়টা ভালো যাচ্ছে না আতলেতিকো মাদ্রিদের। কয়েকদিন আগে তারা চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে টাইব্রেকারে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে। কোপা দেল রে’তেও ব্যর্থতা তাদের সঙ্গেী হয়েছে। সেমিফাইনালে বার্সেলোনার কাছে হেরেছে। লা লিগার শিরোপা জয়ের সম্ভাবনা তেমন একটা আছে বলে মনে হচ্ছে না। তবে এ সপ্তাহটা তাদের জন্য একটু স্বস্তির ছিল। কেননা লিগ লড়াইয়ে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ উভয় দল পয়েন্ট হারিয়েছে। বার্সেলোনা ড্র করেছে, আর রিয়াল মাদ্রিদের নিজেদের ম্যাচে হেরেছে।
ম্যাচের শুরুতেই লুসিয়েনের গোলে এগিয়ে গিয়েছিল সেভিয়া। ২৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতায় ফেরান হুলিয়ান আলভারেজ। ম্যাচের ৯৩তম মিনিটে পাবলো গোল করে আতলেতিকোর জয় নিশ্চিত করেন।