সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। চলতি মৌসুমে পাঁচ ম্যাচে মাত্র দুই ম্যাচে জয়ের মুখ দেখেছে তারা। হেরেছেও দুই ম্যাচ। শুক্রবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষেও হার তাদের সঙ্গী হতে চলেছিল। তবে শেষ মুহুর্তে হার এড়িয়েছে তারা, ১-১ গোলে ড্র করেছে।
৩৮ মিনিট সেনেগালিজ ফুটবলার সিনের দারুণ এক গোলে এগিয়ে যায় ব্রাদার্স। ইনজুরি সময়ের সপ্তম মিনিটে ব্রাজিলিয়ান খেলোয়াড় মিগুয়েলের ক্রস থেকে মজিবর রহমান জনি হেড করে খেলায় সমতায় ফেরান। হার এড়ায় বসুন্ধরা।
দিনের অন্য এক ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। ৪২ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন শাকিল আলী।
এছাড়া জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১-০ গোলে তারা হারিয়েছে ফর্টিসকে। ইমানুয়েল সানডে ১৭ মিনিটে একমাত্র গোলটি করেন।