ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলের সুবাদে সৌদি প্রো লিগে শতভাগ জয় ধরে রেখেছে আল নাসর। শনিবার রাতে নিশ্চিত পয়েন্ট হারানোর ম্যাচে জোড়া গোল করে দলকে জয় এনে দিয়েছেন এই পর্তুগীজ তারকা। আল ফাহিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে আল নাসর।
২০২৩ সালে সৌদি প্রো লিগে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ পর্যন্ত শিরোপার দেখা পাননি। এবার হয়তো সেই খরা ঘোঁচাতে পারে। রোনালদোর নেতৃত্বে এবার সে পথেই এগুচ্ছে দলটি।
এদিনের ম্যাচটা আল নাসরের জন্য মোটেও সহজ ছিল না। ম্যাচে ১৩ মিনিটে স্বাগতিক আল নাসর পিছিয়ে পড়েছিল। জ্যাসন ত্রয়োদশ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধেই আল নাসর সমতায় ফেরায়। কিংসলে কোমানের কাছ থেকে বল পেয়ে ৩৭ মিনিটে রোনালদো গোল করেন। এরপর আর গোলের দেখা নেয়। খেলাও শেষের পথে। ইনজুরি সময়ের খেলা ১০ মিনিট শেষ। অবশেষে চতুর্দশ মিনিটে রেফারির পেনাল্টির বাঁশি আল নাসরের পক্ষে। রোনালদো গোল করে দলকে জয় এনে দেন। এ মৌসুমে রোনালদোর এটা অষ্টম গোল। একই সঙ্গে টানা পঞ্চম ম্যাচে গোল করলেন তিনি। সে সঙ্গে স্বপ্নের হাজারতম গোলের দিকে আরো এগিয়ে গেলেন এই পর্তুগীজ তারকা।
এ জয়ের ফলে সৌদি প্রো লিগে শতভাগ জয় ধরে রেখেছি আল নাসর। সাত ম্যাচে তাদের সাত জয়, পয়েন্ট ২১। স্বাভাবিকভাবে পয়েন্ট টেবিলের নেতৃত্বে তারা। তিন পয়েন্ট কম, ১৮ পয়েন্ট নিয়ে তাদের অনুসরণ করে চলেছে আল তাউন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















