শেষ মুহূর্তের হার বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের গ্রুপ ‘এ’তে নিজেদের প্রথম ম্যাচে জিততে পারল না বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ মুহূর্তের গোলে স্বপ্ন ভঙ্গ লাল-সবুজের জার্সিধারীদের। এই ম্যাচের ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য ড্র।

শুক্রবার ভুটানের থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন সুমিত শর্মা। রোববার গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।

নকআউট পর্বে যেতে হলে ওই ম্যাচে জয় পেতেই হবে। একই সাথে চেয়ে থাকতে হবে ভারত বনাম মালদ্বীপের ২৫ সেপ্টেম্বরের ম্যাচের দিকে। ওই ম্যাচে ভারত জিতলে সেমির টিকিট পাবে বাংলাদেশ, আর মালদ্বীপ জিতলে লাল সবুজের প্রতিনিধিদের গোল ব্যবধানে অন্য দুই প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকতে হবে।

Exit mobile version