শেষ ম্যাচেও জিতলো বায়ার্ন

বুন্দেসলিগা

গোলের পর বায়ার্নের খেলোয়াড়রা

বুন্দেসলিগা শিরোপা নিষ্পত্তি আগেই হয়েছে। বায়ার্ন মিউনিখ জয় করেছে এবারের ঘরোয়া লিগের শিরোপা। গতরাতে ছিল বায়ার্ন মিউনিখের শেষ লিগ ম্যাচ। সে ম্যাচেও তারা জয় পেয়েছে। অ্যাওয়ে ম্যাচে ৪-০ গোলে জয় পেয়েছে বায়ার্ন। হারিয়েছে হফেনহেইমকে।

বায়ার্ন চার গোলের তিনটি করে দ্বিতীয়ার্ধে। মাইকেল ওলিসে, জোসুয়া কিমিচ, সার্জে ন্যাবরি ও হ্যারি কেন গোল করেন। এ ম্যাচের গোলের মাঝ দিয়ে হ্যারি কেন আবারও বুন্দেসলিগায় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এবার নিয়ে টানা দ্বিতীয়বারের মতো তিন এ কৃতিত্ব দেখালেন।

বুন্দেসলিগায় হ্যারি কেনের এটা দ্বিতীয় মৌসুম। আর দুই মৌসুমই তিনি সর্বোচ্চ গোলদাতা হয়ে একটা কীর্তি গড়েছেন। বুন্দেসলিগার ইতিহাসে প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে প্রথম দুই মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তি। এ মৌসুমে তার গোলের সংখ্যা ২৬।

এবারের শিরোপা জয়ের মাঝ দিয়ে হ্যারি কেন তার ক্যারিয়ারে প্রথম শিরোপার দেখা পেয়েছেন। ম্যাচে ৩৩ মিনিটে ওলিসে গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধে বায়ার্ন মিউনিখ গোলের সংখ্যা আর বাড়াতে পারেনি। কিমিচ ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করার পর ৮০ মিনিট ন্যাবরি ও ৮৬ মিনিটে কেন গোল করেন।

Exit mobile version