শেষ ম্যাচে অঝিরিকে হারালো পিএসজি

লিগ ওয়ান

জয় দিয়ে এবারের মৌসুমে লিগ লড়াই শেষ করেছে প্যারিস সেন্ত জার্মেই। লিগ ওয়ানে নিজেদের শেষ ম্যাচে তারা নিজেদের মাঠে পিছিয়ে পড়ার পর অঝিরিকে ৩-১ গোলে হারিয়েছে। এ জয়ের ফলে ৩৪ ম্যাচ শেষে ৮৪ পয়েন্ট নিয়ে লিগ শেষ করলো প্যারিস সেন্ত জার্মেই।

লিগ ওয়ানে এবারের লড়াইয়ে শীর্ষে থাকা পিএসজি ও মার্শেইয়ের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। পিএসজি ৮৪ পয়েন্ট পেয়ে লিগ শিরোপা জয় করেছে। আর মার্শেইয়ের পয়েন্ট ৬৫।

ম্যাচে পিএসজি তাদের তিন গোল পায় দ্বিতীয়ার্ধে। এর আগে প্রথমার্ধে তারা ১-০ গোলে পিছিয়ে পড়ে। পিএসজির হয়ে কাভিচা জোড়া গোল করেছেন। কাভিচ ৫৯ মিনিটে প্রথম গোল করে খেলায় সমতা ফেরান। মার্কুইনহস ৬৭ মিনিটে দলকে এগিয়ে নেন। আর কাভিচা ৮৮ মিনিটে আবার গোল করে দলের জয় নিশ্চিত করেন।

একই দিনে সেন্ত ইতিয়েনে ৩-২ গোলে তুলুজের কাছে হেরে গেছে। এই হারের ফলে প্রথম বিভাগে খেলার যোগ্যতা হারিয়েছে সেন্ত ইতিয়েনে। তাদের সঙ্গে মপেলিয়েরও প্রথম বিভাগের খেলার যোগ্যতা হারিয়েছে। আগামী মৌসুমে উভয় দল দ্বিতীয় বিভাগে খেলবে।

Exit mobile version