সেরি আ’র শিরোপা জয়ের সামনে দাঁড়িয়ে নাপোলি। ঘরের মাঠে ক্যালিয়ারির বিপক্ষে ম্যাচ তাদের। এ ম্যাচে জয় পেলেই নাপোলির শিরোপা জয় নিশ্চিত হবে। তবে এমন ম্যাচে দলের সঙ্গে থাকতে পারছেন না কোচ অ্যান্তোনিও কন্তে। নিষেধাজ্ঞার কারণে তাকে দলের বাইরে থাকতে হবে।
গত ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেলেই নাপোলির শিরোপা জয় নিশ্চিত হয়ে যেত। কিন্তু সে ম্যাচে পারমার সঙ্গে তারা পয়েন্ট ভাগাভাগি করে। এতে করে কন্তে ক্ষিপ্ত হন। পারমার কোচ ক্রিশ্চিয়ান চিভুর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। যার ধারাবাহিকতায় তাকে নিষেধাজ্ঞায় পড়তে হয়।
কন্তে বলেন, দলের সঙ্গে থাকতে না পারায় আমি মোটেও উদ্বিগ্ন নই। তবে এমন একটা মৌসুমের পর সবাই দলের সঙ্গে থাকতে চায়। সবাই সমর্থকদের সঙ্গে থাকতে চায়। দলকে সহযোগিতা করতে চায়।’
নাপোলির ঘাড়ে নিঃশ্বাস ফেলে চলেছে ইন্টার মিলান। দুই দলের পার্থক্য মাত্র এক পয়েন্টের। গত ম্যাচে জয় পেলে ইন্টারকে এখন আফসোস করতে হতো না। ল্যাজিও’র সঙ্গে ড্র করে তারা শিরোপা জয়ের সম্ভাবনাকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। তাইতো সেদিন কোচ সিমোন ইনজাঘি নিজেকে ধরে রাখতে পারেননি। প্রতিপক্ষ কোচের সঙ্গে তর্কে জড়িয়ে তিনিও নিষেধাজ্ঞায় রয়েছেন।
