রিয়াল মাদ্রিদ কোপা দেল রের শেষ ষোলোতে পৌঁছেছে। শনিবার রাতে অ্যাওয়ে ম্যাচে তারা ৩-১ গোলে আরান্দিনাকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে।
কোপা দেল রের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের হয়ে এ জয়ে গোল করেছেন জোসেলু, ব্রাহিম দিয়াজ ও রদ্রিগো।ম্যাচের চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
ম্যাচের প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ কোনো গোল পায়নি। তবে স্পষ্ট আধিপত্য ছিল রিয়ালের। শুধু তাই নয়, আরান্দিনা ম্যাচে তেমন কোনো সুযোগও তৈরি করতে পারেনি। একটা মাত্র সুযোগ তৈরি করেছিল এবং সেখান থেকে তারা আত্মঘাতি গোল পায়। এ ঘটনা ম্যাচের দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে রিয়াল মাদ্রিদ ম্যাচে ব্যবধান গড়ে নেয়। ৫৪ মিনিটে পেনাল্টিতে গোল করেন জোসেলু।
প্রথম গোলের পর সময়ের হিসেবে মিনিট পার হওয়ার আগেই রিয়াল মাদ্রিদ দ্বিতীয় গোল পেয়ে যায়। ৫৫ মিনিটে ব্রাহিম দিয়াজ করেন গোলটি।
ইনজুরি সময়ের প্রথম মিনিটে রদ্রিগো স্কোরশিটে নাম লেখান।
আর তৃতীয় মিনিটে নাচো ওন গোল করে আরান্দিনাকে গোল উপহার দেন।
ম্যাচ শেষে জোসেলু বলেন, ম্যাচটা আমাদের জন্য বেশ কঠিন ছিল। মাঠের অবস্থাও ভালো ছিল না। তবে এসব কিছুকে অজুহাত হিসেবে ব্যবহার করা যাবে না। আমরা রিয়াল মাদ্রিদ, আমাদের সবখানেই জিততে হবে। যাহোক স্বাভাবিক ঘটনার তুলনায় এ ম্যাচ কঠিন ছিল তবে জয় পাওয়ায় আমরা খুশি। এখন আমরা পরবর্তী রাউন্ডে পৌঁছেছি।