ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহষ্পতিবার রাতে অ্যাওয়েতে অনুষ্ঠিত লিও’র বিপক্ষে প্রথম লেগের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা। ২-২ গোলে ড্র হয়েছে।
দারুণ এক লড়াই বলা যায়। উত্তেজনার কমতি ছিল না ম্যাচে। উভয় দলের শেষ গোলটি ম্যাচে টানটান উত্তেজনা ছড়িয়ে দিয়েীছল। ম্যানইউ ৮৮ মিনিটে গোল করে জয়ের সুবাস পাচ্ছিল। কিন্তু সেই সুবাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ইনজুরি সময়ের লিও সেই গোল ফিরিয়ে দিয়ে ম্যানইউকে হতাশায় ঠেলে দেয়। ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ম্যানইউকে।
এর আগে ম্যানইউ সমর্থকদের লম্বা সময় উদ্বেগে রেখেছিল লিও। ম্যাচের ২৫ মিনিটি থিয়াগো আলমাদার গোলে এগিয়ে দিয়েছিল স্বাগতিক দল। এক গোলে পিছিয়ে থেকে ম্যানইউ বিরতিতে যাওয়াটা নিশ্চিতই হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই হতাশা তারা ফিরিয়ে দিয়েছিল প্রথমার্ধেই। এ অর্ধের ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে গোল করে লিনাই ইয়োরো।
ইউরোপা লিগে এ দিন অনুষ্ঠিত অন্যান্য ম্যাচে টটেনহাম হস্পার ১-১ গোলে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে ড্র করেছে। রেঞ্জার্স অ্যাথলেতিক ক্লাবের খেলা গোলশূন্য ড্র হয়েছে।