ইংলিশ প্রিমিয়ার লিগে নাটকীয় ও গুরুত্বপূর্ণ এক জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে তারা নিজেদের মাঠের খেলায় তারা ২-১ গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়েছে। বের্নার্ডো সিলভা ও ম্যাথুজ নুনেজ ম্যানসিটির হয়ে গোল করেছেন। মার্কাস রাশফোর্ড অ্যাস্টন ভিলার হয়ে ব্যবধান কমান।
চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে ম্যানসিটির সামনে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না। পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থেকে মাঠে নেমেছিল তারা। পয়েন্ট ভাগাভাগিটা নিশ্চিত হয়ে গিয়েছিল ম্যানসিটির। সপ্তম মিনিটে সিলভার করা গোলে এগিয়ে থাকলেও ৯৪ মিনিট পর্যন্ত খেলা ছিল সমতায়। ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে অ্যাস্টন ভিলা খেলায় সমতা ফিরিয়েছিল। তারপর থেকে তারা ম্যানসিটিকে বেশ ভালোভাবে প্রতিরোধ করে যাচ্ছিল। কিন্তু ৯৪ মিনিটে নুনেজের গোল ম্যানসিটিকে পুরো পয়েন্ট এনে দেয়।
এ জয়ের ফলে ম্যানসিটি তৃতীয় স্থানে উঠে এসেছে। ৩৪ ম্যাচ শেষে ৬১ পয়েন্ট তাদের। যে কোনো সময় তারা আবার পঞ্চম স্থানে ফিরে যেতে পারে। কেননা নটিংহাম ফরেস্ট ও নিউক্যাসল ইউনাইটেড তাদের ঘাড়ে নিশ্বাস ফেলে চলেছে। এই দুই দল তাদের ৩৪তম ম্যাচে জয় পেলে ম্যানসিটিকে আবার পেছনে ঠেলে দেবে।
ম্যাচে ম্যানসিটির ছিল একচ্ছত্র আধিপত্য।ভিলা যেখানে সাতটি শট নিয়ে নিয়েছে সেখানে ম্যানসিটির নেওয়া শটের সংখ্যা ছিল দ্বিগুন। ফলে তাদের জয় পাওয়াটা ছিল স্বাভাবিক। কিন্তু ভিলার গোলরক্ষক তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। শেষ পর্যন্ত শেষ মুহুর্তে নুনেজের গোলে ম্যানসিটির সমর্থকদের মুখে হাসি ফোটায়। আর ভিলার সমর্থকদের হতাশায় ডুবিয়ে দেয়।
