শেষ সময়ে লিভারপুলের পয়েন্ট কাড়লো এভারটন

জেমস তারকোস্কির গোল

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের নেতৃত্বে লিভারপুল। কিন্তু দলটির বর্তমান অবস্থা সমর্থকদের জন্য মোটেও স্বস্তিদায়ক নয়। দিন কয়েক আগে এফএ কাপ থেকে ছিটকে গেছে দলটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও নেতৃত্ব দিলেও সর্বশেষ ম্যাচে হেরেছে তারা। আর বুধবার রাতে ঘরোয়া লিগে ড্র করেছে এভারটনের সঙ্গে। ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে লিভারপুল। অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে নিশ্চিত জয়ের পথে ছিল দলটি। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল। চলছিল ইনজুরি সময়ের খেলা। তাও প্রায় শেষ হতে চলেছে। এময় সময় ৯৮ মিনিটে গোল হজম করে পয়েন্ট হারায় তারা।

এর আগে ম্যাচের শুরুর লড়াইটা বেশ জমজমাট হয়ে উঠেছিল। ১১ মিনিটে বেতো গোল করে এভারটনকে এগিয়ে নিয়েছিলেন। ১৬ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার সমতা ফিরিয়ে আনেন। মোহাম্মদ সালাহ ৭৩ মিনিটে গোল করে লিভারপুলকে আবার এগিয়ে নেন। ৯৮ মিনিটে জেমস তারকোস্কির গোলে সমতায় ফেরায় এভারটন।

পয়েন্ট ভাগাভাগির ম্যাচ শেষে লিভারপুল ২৪ ম্যাচ শেষে ৫৭ পয়েন্ট নিয়ে সবার উপরে। ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল।

Exit mobile version