বাংলাদেশ হকি ফেডারেশন কর্তৃক মহিলা হকি আম্পায়ার তৈরির লক্ষ্যে মহিলা হকি আম্পায়ার্স কোর্স বৃহষ্পতিবার শেষ হয়েছে। পাঁচদিনব্যাপী এই কোর্স গত ২৬ জানুয়ারী শুরু হয়েছিল। কোর্সটি পরিচালনা করেন মো: সাওসার আলী এবং সহযোগিতায় ছিলেন তারিকউজ্জামান নান্নু ও তাপস বর্মন।
কোর্সে অংশগ্রহনকারী মহিলা আম্পায়াররা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। কোর্স শেষে আম্পায়ারদের সার্টিফিকেট প্রদান করা হয়। হকি ফোরেশনের কার্যনির্বাহী কমিটির সভায় অনুমোদনের পর তাদেরকে বি গ্রেড আম্পায়ার হিসেবে তালিকাভুক্ত করা হবে।