দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শেষ দিন আজ। শেষ দিনেও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে উরুগুয়ে কলাম্বিয়ার, দ্বিতীয় ম্যাচে ব্রাজিল চিলির এবং শেষ ম্যাচে আর্জেন্টিনা প্যারাগুয়ের মুখোমুখি হবে।
শেষ দুই ম্যাচ অর্থাৎ ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচের ওপর এবারের চ্যাম্পিয়নশিপের ভাগ্য নির্ভর করছে। ব্রাজিল ও আর্জেন্টিনা উভয় দলের সামনে শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে। সম্ভাবনার দৌড়ে কিছুটা হলেও এগিয়ে ব্রাজিল। চিলিকে হারাতে পারলেই তারা এবার শিরোপা জয় করবে। অন্যদিকে শিরোপা ছুঁতে হলে আর্জেন্টিনাকে শুধু জয় পেলেই হবে না ব্যবধানটা একটু বড়সড় হতে হবে। কেননা চূড়ান্ত পর্বের চতুর্থ ম্যাচ শেষে গোল পার্থক্যে ব্রাজিল চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার তুলনায় সুবিধাজনক অবস্থায় রয়েছে। ব্রাজিল ৬ গোল করে দুই গোল হজম করেছে। আর্জেন্টিনা ৮ গোল করলেও হজম করেছে ৫ গোল।
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের মাঝ দিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের দল চূড়ান্ত হয়ে থাকে। এরই মধ্যে ব্রাজিল, আর্জেন্টিনা, কলাম্বিয়া ও প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে। ছয় দলের মধ্যে চিলি চতুর্থ ম্যাচ শেষ সবার নিচে থাকলে বিশ্বকাপের আয়োজক হিসেবে তারাও বিশ্বকাপে খেলবে।
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে সবচয়ে সফল দল ব্রাজিল। এ পর্যন্ত ১২ বার তারা শিরোপা জয় করেছে। দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের শিরোপা জয়ের সংখ্যা ৮। আর পাঁচবার চ্যাম্পিয়ন হয়ে তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা।
ব্রাজিলের ম্যাচ শুরু হবে রাত ৩.৩০ মিনিটে। আর আর্জেন্টিনার ম্যাচ শুরু ব্রাজিলের ম্যাচের তিন ঘন্টা পর।