নামী খেলোয়াড়দের অনেকেই ক্যারিয়ারের শেষ সময়টা শৈশবের ক্লাবে খেলে থাকেন। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার আনহেল দি মারিয়া এবার সেই দলে যোগ দিচ্ছেন। সামনের মৌসুমে মারিয়াকে তার শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে দেখা যেতে পারে। বৃহষ্পতিবার এ তথ্য জানিয়েছে রোজারিওর ক্লাব কর্মকর্তারা।
রোজারিও ভিত্তিক ক্লাবটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, আমাদের ইতিহাসে লেখার জন্য আরো পৃষ্ঠা বাকি রয়েছে। ঘরের ছেলেকে ঘরে স্বাগত।
৩৭ বছর বয়সী দি মারিয়া গত বছর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। ২০০৫ সালে তিনি এই রোজারিও সেন্ট্রালে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। দুই বছর পর তিনি বেনফিকাকে যোগ দেন। তারপর রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেন্ত জার্মেই, জুভেন্টাসে খেলে ক্যারিয়ার সমৃদ্ধ করেন।
দি মারিয়ার তার ক্যারিয়ার আন্তর্জাতিক ও ক্লাব মিলে ৩০টি শিরোপা জয় করেছেন। জাতীয় দলের হয়ে জয় করেছেন বিশ্বকাপ, কোপা আমেরিকা, অলিম্পিক শিরোপা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















