দীর্ঘ সংস্কারের পর আবারো মাঠে ফিরছে রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের টার্ফ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অন্যতম গুরুত্বপূর্ণ এই মাঠে কয়েক বছর ধরে চ্যাম্পিয়নশিপ, প্রথম ও তৃতীয় বিভাগ ফুটবল লিগের খেলা হয়ে আসছিল। তবে টার্ফের সংস্কারের কারণে চলতি ২০২৪-২৫ মৌসুমে মহানগরী ফুটবল লিগের কার্যক্রম ছিল প্রায় স্থবির।
অবশেষে আবারো প্রাণ ফিরছে এই মাঠে। গতকাল (রোববার) বাফুফে ভবনে ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটি প্রথম বিভাগ ক্লাবগুলোর সঙ্গে মতবিনিময় সভায় বসে। সভায় ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দলবদলের সময় নির্ধারণ করা হয়েছে। আলোচনায় উঠে এসেছে অক্টোবরের শেষ সপ্তাহেই প্রথম বিভাগ ফুটবল লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা।
জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তিনি বলেন, ‘সেপ্টেম্বরের মধ্যে কমলাপুর টার্ফ খেলার উপযোগী হয়ে যাবে।’ বাফুফের সহ-সভাপতি ও মহানগরী লিগ কমিটির চেয়ারম্যান সাব্বির আহমেদ আরেফও প্রথম বিভাগ আয়োজন নিয়ে আশাবাদী।
সভায় প্রথম বিভাগের ১৭টি ক্লাবের প্রতিনিধি অংশ নেন। ক্লাবগুলো আর্থিক সহযোগিতার দাবি জানালে, বাফুফের মার্কেটিং কমিটির সঙ্গে আলোচনা করে স্পন্সর বা পৃষ্ঠপোষকতার ভিত্তিতে সহায়তার মৌখিক আশ্বাস দেওয়া হয়।
গত মৌসুমের চ্যাম্পিয়নশিপ লিগ থেকে অবনমিত দুই দলও এবার প্রথম বিভাগে অংশ নেবে। আজ পেশাদার লিগ কমিটির জরুরি বৈঠক রয়েছে, যেখানে লিগ সূচিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে।
