আগামী ২৪ অক্টোবর মোহনবাগানের বিপক্ষে ম্যাচ সে লক্ষ্যে রোববার সকালে ভারতের যাওয়ার কথা। সেলক্ষ্যে টিকিটও কাটা হয়েছে। কিন্তু শনিবার রাত পর্যন্ত ভিসা না পাওয়া নির্ধারিত সময়ে ভারত যাওয়া অনিশ্চিত বসুন্ধরা কিংসের। নিজেদের অসন্তুষ্টির কথা ইতিমধ্যেই এশিয়ান ফুটবল কনফেডারেশন, এএফসি’র কাছে চিঠি পাঠিয়েছে কিংস কর্তৃপক্ষ।
পশ্চিম বঙ্গের ক্লাব মোহনবাগানের বিপক্ষে কিংসের ম্যাচভেন্যু ওডিশার ভুবনেশ্বরে কালিঙ্গা স্টেডিয়াম। কোলকাতার সল্টলেক স্টেডিয়ামে এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু বিশ্বকাপ ক্রিকেট ও দুর্গাপূজার কারণে নিরাপত্তা নিয়ে পুলিশের বাড়তি সতর্কতার কারণে এই ম্যাচের দায়ীত্ব নিতে কোলকাতা পুলিশের পক্ষ থেকে অপরাগতা প্রকাশ করা হয়। ফলে ম্যাচটি ওডিশায় সরিয়ে নেয়া হয়। একই ভেন্যুতে সন্ধ্যা ৬ টায় ডি গ্রুপের অপর ম্যাচে ওডিশা এফসির মুখোমুখি হবে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। আর বসুন্ধরার ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ১০ টায়।
এএফসি’র নির্দেশনা অনুযায়ী অ্যাওয়ে ম্যাচের ক্ষেত্রে ম্যাচভেন্যুতে দুই দিন আগে উপস্থিত হওয়ার নিয়ম। সে লক্ষ্যেই সব ধরনের প্রস্তুতি নিয়েছে বসুন্ধরা কিংস। কিন্তু ভিসা না পাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচ ভেন্যুতে উপস্থিত হওয়া সম্ভব হচ্ছে না। এই বিষয়টি জানিয়ে এএফসিকে চিঠি পাঠিয়েছে কিংস কর্তৃপক্ষ।
ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৮ আগস্ট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, এআইএফএফ’কে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ তাদের খেলোয়াড় ও কর্মকর্তাদের নামের তালিকা পাঠায়। এআইএফএফ সে তালিকায় অনুযায়ী সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য ঢাকার ভারতীয় হাইকমিশনকে চিঠি পাঠিয়েছে। কিন্তু ভারতের মাটিতে কিংসের দু’টি ম্যাচ থাকায় কিংসের মতো মালদ্বীপের মাজিয়া স্পোর্টসও ডাবল এন্ট্রি ভিসার আবেদন করে। মাজিয়া নির্ধারিত সময়ের মধ্যে ভিসা পেলেও ভিসা মেলেনি বসুন্ধরা কিংসের।