সময়টা ভালো যাচ্ছে না ইন্টার মিলানের অধিনায়ক লাউতারো মার্টিনেজের। আগের মৌসুমে সেরি আ’র সর্বোচ্চ গোলদাতা শেষ হওয়া মৌসুমে সুবিধা করতে পারেননি। ক্লাব বিশ্ব কাপ ফুটবলে অবশ্য শুরুটা ভালোই ছিল। গ্রুপ পর্বের তিন ম্যাচে দুই গোল। কিন্তু শেষ ষোলোতে এসে কপাল পুড়েছে মার্টিনেজের। নিজে গোল পাননি, সতীর্থরাও তাকে হতাশ করেছে। ফলে ব্রাজিলের ফ্লুমিনেজের কাছে হেরে বিদায় নিতে হয়েছে।
ম্যাচের শুরুতে ও শেষ সময়ে দুই গোল হজম করে ইন্টার মিলান। ক্লাব বিশ্ব কাপ থেকে দলের বিদায়ে ক্ষেপেছেন বিশ্বকাপ জয়ী এ তারকা। সতীর্থদের সমালোচনায় মেতেছেন বিশ্বকাপ ও টানা দুই কোপা জয়ী এ আর্জেন্টাইন। সতীর্থদের প্রতি পাঠিয়েছেন সতর্কবার্তা। বলেছেন, আমি বড় শিরোপার জন্য লড়তে চাই। যদি কেউ ইন্টার মিলানে থাকতে চায় তাহলে তাকে লড়াই করতে হবে। যদি কেউ না থাকতে চায় তাহলে সে বিদায় নিতে পারে।’
লাউতারো আরো বলেন, যারা ইন্টার মিলানে থাকতে চায় আমরা তাদেরকেই দলে রাখতে চাই। আমরা একটা বড় দলে আছি, আমাদের মানসিকতাও তেমন থাকতে হবে। অন্যথায় সে চলে যেতে পারে।
ইন্টার মিলানের অবশ্য শেষ হওয়া মৌসুমটা মোটেও ভালো কাটেনি। ঘরোয়া শিরোপা জিততে পারেনি, চ্যাম্পিয়ন্স লিগে দারুণ সম্ভাবনা তৈরি করে সমর্থকদের লজ্জায় ফেলেছে। ফাইনালে প্যারিস সেন্ত জার্মেইয়েরক কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়। একের পর এক ব্যর্থতায় সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, শিরোপা জয়ের জন্য অবশ্য ক্ষুধা থাকতে হবে। ব্যর্থতার জন্য সমর্থকদের কাছে আমি ক্ষমা চাই। আমি দলের অধিনায়ক। আমি আমার ক্লাবকে সবার উপরে রাখতে চাই।’
সেরি আ’তে আগামী মাসে তোরিনোর বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু হবে ইন্টার মিলানের।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















