মাঠে সাফল্যের রূপকার হলেও, ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনার কেন্দ্রে থাকেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়নের পর থেকেই নানা গুঞ্জনের জন্ম হয়—সংসার ভাঙনের সম্ভাবনা থেকে শুরু করে বার্সেলোনায় ফেরা নিয়েও প্রশ্ন ওঠে। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন গার্দিওলা।
স্প্যানিশ এই কোচ জানিয়েছেন, ম্যানসিটির সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষে কোচিং থেকে দীর্ঘ বিরতিতে যাবেন তিনি—এই বিরতি হতে পারে এক-দুই বছর নয়, বরং ১৫ বছরেরও বেশি! পাশাপাশি, বার্সেলোনায় কোচ হিসেবে আর ফেরার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিয়েছেন তিনি।
জিকিউ’কে দেওয়া এক সাক্ষাৎকারে গার্দিওলা বলেন, “আমি জানি, ম্যানসিটির সঙ্গে চুক্তি শেষ হলে আমি বিরতি নেব। এটা চূড়ান্ত সিদ্ধান্ত। জানি না কত দিনের বিরতি হবে—এক, দুই কিংবা ১৫ বছরেরও হতে পারে। কারণ আমার থামা দরকার। নিজেকে সময় দেওয়া, শরীরকে সময় দেওয়া জরুরি।”
ম্যানসিটির দায়িত্ব ছাড়ার পর কাতালুনিয়ায়, পরিবারের কাছে ফিরে যাবেন বলে জানিয়েছেন গার্দিওলা। যদিও সেখানে থেকেও বার্সেলোনার ডাগআউটে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই তার। এমনকি ভবিষ্যতে বার্সার প্রেসিডেন্ট পদেও কখনো প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
সাবেক বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের মিডফিল্ডার গার্দিওলা বলেন, “বার্সার অধ্যায় আমার জীবনে এক চিরস্মরণীয় পর্ব। তবে সেটা এখন শেষ, চিরদিনের জন্য। ওটা ছিল অসাধারণ এক সময়, কিন্তু সেটা অতীত। আর আমি এমনকি বার্সার প্রেসিডেন্ট হওয়ার মতো উপযুক্তও নই।”
বার্সেলোনার পর বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটিতে সাফল্য এনে দেওয়া এই কিংবদন্তি কোচের এমন ঘোষণায় কিছুটা হতাশ তার ভক্তরা, তবে ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন অনেকেই।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















