সবচেয়ে বেশি ম্যাচ জয়ী খেলোয়াড়ের তালিকার শীর্ষে রোনালদো

নতুন এক কীর্তি গড়েছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ জয়ী খেলোয়াড় এখন তিনি। এতদিন সবচেয়ে বেশি ম্যাচ জয়ী খেলোয়াড়ের কীর্তিটা সের্হিও রামোসের সঙ্গে ভাগাভাগি করে উপভোগ করছিলেন এই পর্তুগীজ তারকা। এখন কীর্তিটা শুধু তার একার।

উয়েফা নেশনস লিগে শুক্রবার রাতে রোনালদোর পর্তুগাল মুখোমুখি হয়েছিল পোল্যান্ডের। রোনালদোর জোড়া গোলে পর্তুগাল ৫-১ গোলে জয় পায়। এ জয় রোনালদোকে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ জয়ী খেলোয়াড়ের তালিকায় এককভাবে শীর্ষে নিয়ে এসেছে। ১৩২ ম্যাচে জয় পেয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা স্পেনের রামোসের ম্যাচ জয়ের সংখ্যা ১৩১। তালিকায় তৃতীয় স্থানে আছেন রামোসের সাবেক সতীর্থ ইকের ক্যাসিয়াস। তার ম্যাচ জয়ের সংখ্যা ১২১।

একের পর এক রেকর্ড গড়ে চলেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার কীর্তিটা আগেই নিজের আয়ত্ত্বে এনেছেন রোনালদো। পেছনে ফেলেছেন ইরানের আলী দায়ীকে। ৩৯ বছর বয়সী রোনালদোর এখন গোলসংখ্যা ১৩৫। সব প্রতিযোগিতা মিলে এই পর্তুগাল তারকার গোল সংখ্যা ৯১০।

Exit mobile version