ক্লাব বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। সৌদি ক্লাব আল হিলালের বিপক্ষে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করেছে। ফলে নতুন কোচ জাবি আলোনসোর জন্য বিষয়টি স্বস্তিদায়ক হয়নি। সমর্থকরা হতাশ হয়েছে। তবে জাবি আলোনসো সমর্থকদের হতাশ না হওয়ার অনুরোধ করেছেন। ধৈর্য্য ধরতে পরামর্শ দিয়েছেন।
ম্যাচ শেষে আলোনসো বলেন, আমরা প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে ভালো খেলেছি। প্রথমার্ধে আমাদের অনেক কিছুর অভাব ছিল। এসব বিষয়ে আমাদের আলোচনা করতে হবে। দ্বিতীয়ার্ধে আমরা আমাদের খেলার ছন্দ, গতি পরিবর্তন করতে পেরেছি। খেলাকে নিয়ন্ত্রণ করেছি। এটাই খেলার ইতিবাচক দিক। এটাই খেলার পদ্ধতি। আমাদেরকে ইতিবাচক বিষয়গুলোর দিকে নজর দিতে হবে এবং খেলার মান উন্নত করতে হবে।’
সর্বশেষ মৌসুমে কার্লো আনচেলোত্তির অধীনে ভালো করতে পারেনি। ফলে আনচেলোত্তি সরিয়ে জাবি আলোনসোর হাতে দায়িত্ব দেওয়া হয়। ক্লাব বিশ্বকাপে খেলার জন্য যুক্তরাষ্ট্রে আসার আগে তার অধীনে ৯ জুন প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদ অনুশীলন করে।
আলোনসো বলেন, আমি জানতাম দলকে একটা ভালো অবস্থানে আনতে সময়ের দরকার। ম্যাচের আগে আমরা মাত্র ৯দিন সময় পেয়েছি। অনুশীলনের জন্য মাত্র তিনটা সেশন পর্যাপ্ত নয়।
দলের মুল স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের অসুস্থতা সম্পর্কে তিনি বলেন, আমি এ মুুহুর্তে তার সঠিক অবস্থা জানি না। গত দুইদিন ধরে সে অসুস্থ। জ্বরে ভুগছে। তার অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















