সমর্থকের সঙ্গে ঝগড়ায় জড়ালেন নেইমার

মাঠ ছাড়ছেন নেইমার

গোল বাতিল হওয়ায় এক সমর্থকের বাদানুবাদে জড়ালেন নেইমার। ব্রাজিলিয়ান সেরি আ’তে সর্বশেষ ম্যাচে নেইমারের দল সান্তোস ২-১ গোলে হেরে যায় ইন্টারন্যাসিওনালের কাছে। এ ম্যাচে নেইমার একটি গোল করেছিলেন। কিন্তু গোলটি রেফারি বাতিল করার পর সান্তোসের এক সমর্থক তাকে দুয়ো ধ্বনি দেয়। আর তাতে ক্ষিপ্ত হয়ে নেইমার তার সঙ্গে বাদানাুবাদে জড়িয়ে পড়েন।

বার্সেলোনার সাবেক এই তারকা সৌদি প্রো লিগ ঘুরে এখন ঘরে ফিরেছেন। সান্তোসে হয়ে খেললেও সুবিধা করতে পারছেন না। নেইমার যেমন হতাশায় ভুগছেন তেমনি তার দল এখন রেলিগেশন আতঙ্কে। ২০ দলের লিগে তার দল রয়েছে ১৭তম স্থানে। ১৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৪। ক্লাবের হয়ে ১৫ ম্যাচে তার গোল মাত্র চারটি। এ অবস্থা বের হতে না পারলে সান্তোসকে আগামী মৌসুমে দ্বিতীয় বিভাগে খেলতে হবে।

ম্যাচে এক পর্যায়ে সান্তোস ২-০ গোলে পিছিয়ে ছিল। ইনজুরি সময়ের প্রথম মিনিটে আলভারো মার্টিন বারিয়েল গোল করে ব্যবধান কমান। তিন মিনিট পর নেইমার গোল করেন। তার এ গোলে সান্তোস সমর্থকরা আনন্দে মেতে ওঠে। কিন্তু বল গোল লাইন অতিক্রম করেন এ কারণে গোল বাতিল করেন। আর তখনই সান্তোসের এক সমর্থক নেইমারকে দুয়ো ধ্বনি দেয়। ভিডিওতে দেখা যায় নেইমার খুব উত্তেজিত হয়ে ওই সমর্থককে কিছু বলছেন। পরে সতীর্থ এসে তাকে দূরে সরিয়ে নেয়।

Exit mobile version