ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় দায়ের করা চিকিৎসায় অবহেলার মামলায় বড় ধরনের অগ্রগতি থমকে গেছে। আর্জেন্টিনার আলোচিত এই মামলায় বিচারক হুলিয়েতা মাকিনটাচ বিতর্কের মুখে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। এতে মামলার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
ম্যাকিনটাচ বিচারপ্রক্রিয়ার সময়ই গোপনে মিনি সিরিজ নির্মাণে জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে। ‘ডিভাইন জাস্টিস’ নামের সিরিজে ম্যারাডোনার মৃত্যুর ঘটনা পুনর্নির্মাণ করা হয়। বিচারালয়ে ট্রেলার চালানোর পর দেখা যায়, বিচারক নিজেই সেখানে কেন্দ্রীয় চরিত্রে। বিষয়টি জানাজানি হতেই আদালতে হট্টগোল শুরু হয়।
কৌঁসুলিরা অভিযোগ করেন, মাকিনটাচ বিচারকের চেয়ে ‘অভিনেত্রী’ হিসেবে বেশি আচরণ করছেন। পাল্টা প্রতিক্রিয়ায় ম্যারাডোনার আইনজীবীরাও ক্ষুব্ধ হয়ে ওঠেন। ম্যারাডোনার মেয়ে জিয়ান্নিনা ও সাবেক সঙ্গী ভেরোনিকা ওজেদা আদালতে কান্নায় ভেঙে পড়েন।
শেষ পর্যন্ত মাকিনটাচ মাথা নিচু করে বলেন, “এই বিচারপ্রক্রিয়ায় আর থাকা সম্ভব নয়।” তাঁর সরে দাঁড়ানো পুরো মামলাটিকেই অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
২০২০ সালে ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। অস্ত্রোপচারের পর চিকিৎসায় চরম অবহেলার অভিযোগ ওঠে। অভিযুক্ত সাত চিকিৎসাকর্মীর বিরুদ্ধে সর্বোচ্চ ২৫ বছর কারাদণ্ডের শাস্তি হতে পারে।
এখন প্রশ্ন উঠেছে—বিচার নতুন করে শুরু হবে, নাকি বাকি দুই বিচারক দিয়ে চলবে? বিষয়টি নিয়ে আগামীকাল সিদ্ধান্ত নেবে আদালত।
ম্যারাডোনার পরিবারের একাংশ চাইছেন, কলঙ্কমুক্ত নতুন বিচারক প্যানেল দিয়ে মামলাটি আবার শুরু হোক। তাদের দাবি, ন্যায়বিচারের স্বার্থে এই মামলায় নতুনভাবে আস্থা ফিরিয়ে আনতে হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















