দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে স্বস্তিদায়ক অবস্থানে ব্রাজিল। ১৪ ম্যাচ থেকে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে তারা। তবে সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনার কাছে হার তাদেরকে বড্ড অস্বস্তিতে ফেলে দিয়েছে। কোচ ডোরিভাল জুনিয়রের চেয়ারও নড়বড়ে হয়ে পড়েছে। সম্ভবত চাকরি হারাতে যাচ্ছেন তিনি। শুক্রবার তার ভবিষ্যত নির্ধারণে আলোচনায় বসবে ব্রাজিলের ফুটবল ফেডারেশন কর্মকর্তারা।
গত বৃহষ্পতিবার বিশ্বকাপ বাছাইয়ের চতুর্দশ রাউন্ডে অ্যাওয়ে ম্যাচে ব্রাজিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হেরেছে। এই হার ব্রাজিল ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের নড়েচড়ে বসতে বাধ্য করেছে। তারা এরই মধ্যে ডোরিভালকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তার পরিবর্তে সম্ভাব্য কোচের একটা তালিকায়ও তৈরি করেছে। সম্ভাব্য তালিকায় শীর্ষে রয়েছেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলোত্তি, ফ্ল্যামেঙ্গোর ফিলিপ লুইস ও আল হিলালের জর্জ জেসুস।
বিশ্বকাপ বাছাইয়ে বাজে সূচনার জন্য ফের্নান্ডো ডিনিজকে সরিয়ে ২০২৪ সালের জানুয়ারিতে ডোরিভালের হাতে দায়িত্ব দেওয়া হয়েছিল। সাও পাওলোর দায়িত্ব ছেড়ে এসে ব্রাজিলকে সঠিক রাস্তায় ফেরানের চেষ্টা করেছেন তিনি। তবে ব্যর্থ হয়েছেন। গত বছরের কোপা আমেরিকায় উরুগুয়ের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে যায়। আর বৃহষ্পতিবার আর্জেন্টিনার কাছে হার তো লজ্জার।
আর্জেন্টিনার কাছে হারের পর সংবাদ সম্মেলনে ডোরিভাল বলেন, ব্রাজিল দলের কোচের দায়িত্বে থাকা সবসময়ের জন্য চাপের। তবে আমি আমার দায়িত্ব ছেড়ে পালিয়ে যাব না।