সহজ জয়ে চতুর্থ রাউন্ডে চেলসি

এফএ কাপ

শনিবার রাতে স্টামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত খেলায় তারা প্রেস্টন নর্থ এন্ডকে ৪-০ গোলে হারিয়েছে। চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। আর্মান্ডো ব্রোজা, থিয়াগো সিলভা, রহিম স্টার্লিং ও এঞ্জো ফার্নান্দেজ করেন গোলগুলো।

সহজ জয় পেলেও চেলসির প্রথমার্ধের খেলা সমর্থকদের সন্তুষ্ট করতে পারেনি। মাঠে নিজেদের হারিয়ে খুঁজছিল তারা। ফলে প্রথমার্ধে তারা কোনো গোলের দেখা পায়নি। এতে করে সফরকারী দলের প্রায় ছয় হাজার প্রেস্টন সমর্থক বেশ আশাবাদী হয়ে উঠেছিল। তবে তাদের আশা পূরণ হয়নি। বরং গোলশূন্য প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধের শুরুতেই চেলসি প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে। তার ফলও তারা পায়। একের পর এক গোল করে।

৫৮ মিনিটে গোলের সূচনা করেন আর্মান্ডো ব্রোজা। মালো গাস্টোর ক্রস থেকে উড়ে আসা বলে দারুণ এক হেডে ব্রোজা গোল করে দলকে এগিয়ে নেন। তার এ গোল যেনো চেলসিকে গোলের পথ চিনিয়ে দেয়।

৬৬তম মিনিটে সেই চেনানো পথে স্কোরশিটে নাম লেখান থিয়াগো সিলভা।

৬৯ মিনিটে চেলসির জয় নিয়ে আরো দ্বিধা রাখেননি রহিম স্টার্লিং। দারুণ এক ফ্রি কিকে গোল করেন তিনি। প্রেস্টনের তৈরি করা মানব দেয়ালকে ফাঁকি দিয়ে স্টার্লিং বল জালে পাঠিয়ে দেন। প্রেস্টনের গোলরক্ষক ফ্রেডি উডমান চেষ্টা করেও বলের নাগাল পাননি।

৮৫তম মিনিটে স্কোরশিটে নাৃ তোলেন এঞ্জো ফার্নান্দেজ। ফলে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্লুজরা।

Exit mobile version