ভিএফএল ওলফসবুর্গকে উড়িয়ে দিয়ে নারী চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। বৃহষ্পতিবার রাতে নিজেদের মাঠে ফিরতি লেগের খেলায় তারা ৬-১ গোলে জয় পেয়েছে। উভয় লেগ মিলে তাদের জয়ের ব্যবধান ১০-২।
বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা উভয়ার্ধে তিনটি করে গোল করেছে। তারা প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল। সালমা পারালুয়েলো এবং ক্লদিও পিনা জোড়া গোল করেছেন। অন্য দুই গোল করেছেন এসমি ব্রাগটস ও মাপি লিওন।
সেমিফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ চেলসি। তারা ম্যানচেস্টার সিটিকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। অন্য সেমিফাইনালে আর্সেনাল ও লিও প্রতিদ্বন্দ্বিতা করবে।
বার্সেলোনা টানা দুইবারের চ্যাম্পিয়ন। এখন তাদের লক্ষ্য তৃতীয় শিরোপা। সে লক্ষ্যে তারা ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় একের পর এক গোল পায় তারা।