ইংলিশ প্রিমিয়ার লিগে গত পরশু টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে সাউদাম্পটন। এই পরাজয়ের পর সাউদাম্পটনের ম্যানেজার রাসেল মার্টিনকে বরখাস্ত করা হয়েছে। বিবৃতিতে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত ১৬ ম্যাচের মধ্যে এই পরাজয়টি ছিল ১৩তম। ৫ পয়েন্ট নিয়ে ‘রেলিগেশন জোনে’ সবার নিচে অবস্থান করছে ক্লাবটি। ৩৮ বছর বয়সী কোচ মার্টিনের অধীনে এই মৌসুমে তাদের একমাত্র জয়টি ছিল নভেম্বরে এভারটনের বিপক্ষে।
এদিকে ঘরের মাঠে ইপ্সউইচের কাছে ২-১ ব্যবধানে পরাজয়ের পর গত পরশু গ্যারি ও’নিলকে বরখাস্ত করেছিল উলভারহ্যাম্পটন। তার স্থলাভিষিক্ত করতে এবার আল-শাবাব ম্যানেজার ভিটর পেরেইরার সাথে আলোচনা করছে। প্রাক্তন পোর্তো ও অলিম্পিয়াকোস বস এই পেরেইরা।