নাটকীয় জয়ে লা লিগায় শিরোপা জয়ের সম্ভাবনা আরো উজ্জ্বল করেছে বার্সেলোনা। শনিবার রাতে নিজেদের মাঠের খেলায় সেল্টা ভিগোর বিপক্ষে সাত গোলের ম্যাচে বার্সেলোনা ৪-৩ গোলে জয় পেয়েছে। বার্সেলোনার হয়ে ফেরান টরেস, দানি ওলমো ও রাফিনহা গোল করেন। রাফিনহা জোড়া গোল করেন। অন্যদিকে সেল্টা ভিগোর হয়ে হ্যাটট্রিক করেন ইগলেসিয়াস।
বার্সেলোনার জন্য ছিল নাটকীয় এক জয় এটি। নিশ্চিত পয়েন্ট হারানোর ম্যাচে জয় পেয়েছে তারা। এক পর্যায়ে ৩-১ গোলে পিছিয়ে ছিল দলটি। ফেরান টরেসের গোলে এগিয়ে গেলেও সেল্টা ভিগো এক পর্যায়ে ৩-১ গালে এগিয়ে যায়। টরেস ১২ মিনিটে গোল কের দলকে এগিয়ে নিয়েছিলেন। গোল হজমের পরপরই ম্যাচে সমতা ফেরান ইগলেসিয়াস। ১৫ মিনিটের মধ্যে উভয় দল একটি করে গোল পায়। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। বিরতির পর ৫২ ও ৬২ মিনিটে জোড়া গোল করে ইগলেসিয়াস হ্যাটট্রিক পূর্ণ করেন। একই সঙ্গে বার্সেলোনার শিবিরে হারের আশঙ্কা তৈরি করেন।
তবে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। ৬৪ মিনিটে ওলমোর গোলে ব্যবধান কমানোর পর রাফিনহা ৬৮ মিনিটে ম্যাচে সমতায় ফেরান। ম্যাচ তখন ৩-৩ গোলে অমীমাংসতিভাবে শেষ হওয়ার সব পথ তৈরি। খেলার শেষ বাঁশি বাজার অপেক্ষা। নির্ধারিত সময়ের খেলা শেষ। ইনজুরি সময়ের খেলাও শেষ হওয়ার পথে। আর তখনই আশার আলো দেখতে পেলো বার্সেলোনা। ৯৮ মিনিটে পেনাল্টি পায় বার্সেলোনা। ভিএরআর দেখে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। রাফিনহা তা থেকে গোল করে বার্সেলোনার সমর্থকদের মুখে হাসি ফোটান।
এ জয়ের ফলে বার্সেলোনার পয়েন্ট ৩২ ম্যাচে ৭৩। ৩১ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















