সাদ উদ্দিনের শেষ মুহূর্তের গোলে মালদ্বীপের বিপক্ষে হার এড়ালো বাংলাদেশ

শেষ মুহুর্তের গোলে দলকে সমতায় ফিরিয়ে সাদ উদ্দিনের বাধভাঙা উল্লাস

সাদ উদ্দিনের শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ বাছাই পর্বে মালদ্বীপের বিপক্ষে পরাজয় এড়িয়েছে বাংলাদেশ দল। ১-১ গোলে ড্র হয়েছে দু দলের প্রথম লেগের ম্যাচ। ফাহিমের একের পর এক সুযোগ নষ্ট, ৮৭ মিনিটে গোল হজম। সব মিলে যখন মনে হচ্ছিল পরাজয় সঙ্গী হবে তখনই বাংলাদেশ দলে স্বস্তির বাতাস বইয়ে দেন সাদ‌ উদ্দিন। ম্যাচের ইনজুরি টাইমে গোল করেন তিনি।

মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ম্যাচে, ১৮ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল মালদ্বীপ। আলী ফাসির শট নিয়েছিলেন গোলমুখে। সেই শট প্রথমে গোলকিপার মিতুল মারমার গ্লাভস ছুঁয়ে সাইড পোস্টে লেগে প্রতিহত হয়। ২৬ মিনিটে রাকিবের বা পায়ের শট পোস্টের পাশ দিয়ে চলে যায়। মাথায় হাত রাকিবের।

৩৫ মিনিটে সোহেল রানার কর্নার থেকে লাফিয়ে হেড নিয়েছিলেন বিশ্বনাথ ঘোষ। কিন্তু লক্ষ্যভ্রষ্ট। ৪০ মিনিট মালদ্বীপের ফুটবলারের মাথা ছুঁয়ে শূন্যে ভাসা বলে ভলি করেছিলেন ফাহিম। কিন্তু লক্ষ ঠিক রাখতে পারেন নি। গোলের ভালো সুযোগ হারায় বাংলাদেশ। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।

ম্যাচের ৫৩ মিনিটে গোলের চেষ্টা করেছিলেন রাকিব। ডান প্রান্ত থেকে যে শট তিনি নিয়েছিলেন তা চলে যায় সাইড পোস্ট ঘেঁষে। চার মিনিট পর ফাহিমের সামনে সুযোগ এসেছিল। কিন্তু তিনি বল মেরেছেন বাইরের নেটে। ৬৫ মিনিটে গোলের একদম কাছে চলে গিয়েছিল মালদ্বীপ। কিন্তু সে যাত্রায় দারুন ডিফেন্ডিং করে কর্নারের বিনিময়ে দলকে বাঁচিয়েছেন শাকিল।

বাংলাদেশ দলের সামনে আবারও সুযোগ আসে। আবারও তা মিস করেন ফাহিম। একের পর এক গোল মিসের মহড়া দেখিয়েছেন ফাহিম। ৭৪ মিনিটে মালদ্বীপের গোলকিপার বাধা হয়ে না দাঁড়ালে ম্যাচে প্রথম লিড নিতে পারত বাংলাদেশ। রবিউলের বাম পায়ের জোরালো শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন মালদ্বীপের গোলকিপার।

বাংলাদেশের গোল মিসের মাঝেই ৮৭ মিনিটে লিড নেয় মালদ্বীপ। ডিফেন্সের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন নাজিম। গোল হজম করে পরের মিনিটেই আরো পিছিয়ে পড়ছিল বাংলাদেশ। মালদ্বীপের অধিনায়ক ফাছির বাংলাদেশের গোলকিপার মিতুল মারমাকে একা পেয়েও লক্ষ্য ঠিক রাখতে পারেননি।

বাংলাদেশের পরাজয়ে মনে হচ্ছিল ম্যাচের সমাপ্তি হতে যাচ্ছে। কিন্তু সব অনুমানকে ভুল প্রমাণ করে ৯২ মিনিটে বাংলাদেশ দলে উৎসবের উপলক্ষে এনে দেন সাদ উদ্দিন।

রাকিবের বাড়ানো বলে ঠান্ডা মাথায় মালদ্বীপের গোলকিপারের দুই পায়ের মাঝখান দিয়ে বল জালে জড়ান সাদ। আগামী ১৭ ই অক্টোবর বসুন্ধরা কিংস অ্যারেনায় হোম ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে কমপক্ষে গোলশূন্য ড্র করলেই বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে চলে যাবে বাংলাদেশ।

Exit mobile version