এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে সিরিয়ার আল-কারামাহকে ১-০ গোলে হারিয়ে মূল পর্বে জায়গা নিশ্চিত করল বাংলাদেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস। মঙ্গলবার রাতে দোহার সুহাইম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল সানডে।
ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় কিংস। কর্নার থেকে ভেসে আসা বল ডি-বক্সে পেয়ে জটলার মধ্য থেকে কোনাকুনি শট নেন সানডে, যা পোস্ট ছুঁয়ে জালে জড়ায়। গোল হজমের পর আক্রমণে ঝাঁপায় আল-কারামাহ, তবে কিংসের রক্ষণভাগে বাধা পেরোতে পারেনি তারা।
বাকি সময়ে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল কিংসেরও। ৩৪ মিনিটে রাকিব হোসেনের ক্রস বিপদমুক্ত করেন সিরীয় ডিফেন্ডার। ৪২ মিনিটে গোলরক্ষকের সঙ্গে একা হয়েও মিস করেন রাফায়েল অগুস্তো। ৬৬ মিনিটে কিংসের জার্সিতে অভিষেক হয় ইংল্যান্ডের সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের সাবেক মিডফিল্ডার কিউবা মিচেলের। শেষদিকে মরিয়া আক্রমণ চালিয়েও সমতাসূচক গোল খুঁজে পায়নি আল-কারামাহ।
এই জয়ে কিংস নিশ্চিত করেছে চ্যালেঞ্জ লিগের মূল পর্বে খেলার সুযোগ। ২০ দলের টুর্নামেন্টে ১১টি দল সরাসরি জায়গা পেয়েছে, বাকি ৯টি এসেছে প্লে-অফ থেকে। আগামী ২৫ অক্টোবর শুরু হয়ে ৯ মে পর্যন্ত চলবে মূল আসর।
প্রধান কোচ ছাড়া ম্যাচে নামতে হয় কিংসকে। আগে ঘোষণা দেওয়া হলেও ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসের বদলে সহকারী কোচ মাহবুব হোসেন দায়িত্ব নেন ডাগআউটে, কারণ ফারিয়াস ইরাকি ক্লাব দোহোক এসসিতে যোগ দিয়েছেন।
এরই মধ্যে একই প্রতিযোগিতায় কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডের কাছে হেরে বিদায় নিয়েছে আবাহনী লিমিটেড। আর কিংসের জন্য এই জয় নতুন এক ইতিহাসের সূচনা হয়ে রইল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















