সাফজয়ীদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের


বাংলাদেশ ফুটবল ফেডারেশেন (বাফুফে) সাফজয়ী নারী ফুটবল দলের জন্য দেড় কোটি টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছে। শনিবার বাফুফের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি প্রথম সভায় এই সিদ্ধান্ত নিয়েছে।

সভা শেষে মিডিয়া কমিটির দায়িত্ব পাওয়া আমিরুল ইসলাম বাবু বলেন, সভায় প্রথম সিদ্ধান্তটি হয় মেয়েদের অর্থ পুরস্কারের বিষয়ে। সাফজয়ী মেয়েরা বাংলাদেশের জন্য যে সুনাম বয়ে এনেছে তার জন্য আমাদের বর্তমান কমিটির পক্ষ থেকে দেড় কোটি টাকা দেওয়া হবে।’

বাংলাদেশ নারী ফুটবল দল গত অক্টোবরে নেপালে অনুষ্ঠিত টুর্নামেন্টে শিরোপা জয় করে। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো তারা শিরোপা জয় করলো। ২০২২ সালে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। সেই সময় বাফুফের পক্ষ থেকে কোনো পুরস্কার দেওয়া হয়নি। তবে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া ৫০ লাখ টাকা করে খেলোয়াড়দের পুরস্কার দিয়েছিলেন।

এবার চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করে। এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Exit mobile version