নেপালের মাটিতে টানা দ্বিতীয় বারের মতো নারী সাফের শিরোপাজয়ী বাংলাদেশ দলকে পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঘোষিত সেই অর্থের চেক হস্তান্তর করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দুপুরে নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা আক্তার সেই চেক গ্রহণ করেন।
এসময় বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও ফাহিম সিনহা এবং নারী ফুটবল দলের ম্যানেজার মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।
গত ৩০ অক্টোবর নেপালের রাজধানী কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয় করেন সাবিনা খাতুনের দল। এর পর প্রধান উপদেষ্টা, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ছাড়াও বেশ কয়েকটি প্রতিষ্ঠান সাফজয়ী নারী ফুটবলারদের পুরস্কৃত করেছে।