স্বাগতিক ভারত শুক্রবার (২৯ আগস্ট) নেপালকে ৫-০ গোলে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নিশ্চিত করল।
শুরুর ম্যাচেই বাংলাদেশকে হারিয়ে এগিয়ে যায় ভারত। অন্যদিকে ভুটানের বিপক্ষে অপ্রত্যাশিত ১-১ ড্র বাংলাদেশের জন্য শিরোপা জয়কে আরও কঠিন করে তোলে। নেপালের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে ভারত আগেভাগেই ট্রফি নিজের করে নেয়।
পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে ভারতের সংগ্রহ ১৫ পয়েন্ট, আর বাংলাদেশ ৩ জয়, ১ ড্র ও ১ হারে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ফলে আগামী রোববার (৩১ আগস্ট) শেষ ম্যাচে ভারতকে হারালেও লাল-সবুজরা রানার্সআপ হিসেবেই সন্তুষ্ট থাকতে হবে।
এর আগে সাফের বয়সভিত্তিক সব বিভাগে শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। তবে অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি তারা।
গতকাল ভুটানের বিপক্ষে ম্যাচের শুরুতে এগিয়ে যায় বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে পূর্ণিমা মারমা দুর্দান্ত লং শটে গোল করে দলকে এগিয়ে নেন। তবে প্রথমার্ধের শেষ দিকে রক্ষণভাগের ভুলে সমতায় ফেরে ভুটান। পরবর্তী সময়ে একাধিক সুযোগ সৃষ্টির পরও গোলের দেখা পায়নি বাংলাদেশ, ম্যাচ শেষ হয় ১-১ ড্রয়ে।
২০১৭ সাল থেকে এখন পর্যন্ত নারী ফুটবলে ৯টি সাফ শিরোপার মধ্যে ৭টি এসেছে বয়সভিত্তিক পর্যায়ে। জাতীয় দল জিতেছে আরও দুটি শিরোপা। তবে অনূর্ধ্ব-১৭ পর্যায়ে শিরোপা জয় অধরাই থেকে গেল।
আগামী রোববার (৩১ আগস্ট) থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশের মেয়েরা শেষ ম্যাচে ভারতের সঙ্গে মুখোমুখি হবে। ম্যাচ শুরু হবে বিকেল ৩টায়।
