সাফ চ্যাম্পিয়ন দলের বিকেএসপির ৫ জন খেলোয়াড়কে সংবর্ধনা দিল বিকেএসপি

বিকেএসপি দ্বিতীয়বারের মত সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের বিকেএসপির পাঁচ খেলোয়াড়কে সম্মাননা দিয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি তাবিথ আউয়াল বিকেএসপির সাবেক ফুটবলার স্বপ্না রানী, আফিদা খন্দকার প্রান্তি, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা ও সাগরিকার হাতে সম্মাননা হিসেবে ২৫ হাজার টাকার চেক তুলে দেন।

এই টুর্নামেন্ট ও সংবর্ধনা অনুষ্ঠান বিকেএসপির নারী খেলোয়াড়দের অনুপ্রাণিত করার পাশাপাশি দেশের নারী ফুটবলকে আরও এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন কর্মকর্তারা।

Exit mobile version