সেরি আ’র ক্লাব নাপোলিতে ইনজুরি সংকট দিনে দিনে প্রকট হয়ে উঠছে। একের পর এক খেলোয়াড় ইনজুরিতে আক্রান্ত হচ্ছেন। তা সত্ত্বেও মাঠের মিশন তারা ঠিকই ধরে রেখেছে। আর একটা জয় তারা তুলে নিয়েছে। অ্যাওয়েতে লিসের বিপক্ষে জয় পেয়েছে। ফ্রাঙ্ক আনগুইসার গোলে জয় তাদের। এ জয়ের ফলে ৯ ম্যাচ থেকে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ভালোভাবে ধরে রেখেছে।
নাপোলির ইনজুরি তালিকায় সর্বশেষ সংযোজন কেভিন ডি ব্রুইন। বড় ধরণের ইনজুরিতে পড়েছেন তিনি। গত শনিবার ইন্টার মিলানের বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচ ইনজুরি আক্রান্ত হন তিনি। অবস্থা বেশ মারাত্মক। আগামী ফেব্রুয়ারির আগে তিনি মাঠে ফিরতে পারবেন না।
২১ পয়েন্ট নিয়ে নাপোলি শীর্ষে থাকলেও স্থানটি মোটেও নিরাপদ নয়। কেননা রোমা তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলে চলেছে। ৮ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট তাদের। আজ পারমার বিপক্ষে মাঠে নামবে তারা। এ ম্যাচে একটা স্বাস্থ্যবান জয়ে তারা নাপোলিকে শীর্ষস্থান থেকে ছিটকে দেবে। শুধু রোমা নয়, এসি মিলানের চোখটাও শীর্ষস্থানের দিকে। তাদেরও পয়েন্ট ১৮।
নূন্যতম ব্যবধানে জয় পাওয়া নাপোলির এ ম্যাচটি সত্যিকারভাবেই বেশ কঠিন ছিল। নিজেদের মাঠের খেলায় লিস তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়েছিল। শুধু তাই নয়, নাপোলির কাছ থেকে পয়েন্ট কেড়ে নেওয়ার সুযোগ পেয়ে তারা কাজে লাগাতে পারেনি। পেনাল্টি পেয়ে তারা গোল করতে পারেনি। কামারদার নেওয়া শট নাপোলি গোলরক্ষক মিলিনকোভিচ সাভিচ রুখে দেন। এর মাঝ দিয়ে পেনাল্টি সেভার হিসেবে নামটা বেশ ভালোভাবেই পোক্ত করে চলেছেন সাভিচ। এই সার্বিয়ান গত ৯টি পেনাল্টির মধ্যে পাঁচটি থামিয়ে দিয়েছেন।
